কলকাতা, 22 জুলাই :বিধানসভা নির্বাচনের (Assembly Election) সময় থেকে যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের জন্য অন্যতম প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বৃহস্পতিবার সেই বিষয়টি নিয়ে নয়া নীতি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government) । বালি-কয়লা পাচার নিয়ে অতীতেও বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । মমতা সরকারের তৃতীয় ইনিংসের শুরুতেই এই নিয়ে সতর্ক হলেন বাংলার মুখ্যমন্ত্রী । বালি পাচার রুখতে এবার বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, বালি উত্তোলনে নতুন নীতি (Sand Mining Policy) আনা হল । যার ফলে এবার থেকে বালি উত্তোলনের সমস্ত দায়িত্ব থাকবে মিনারেল মাইনিং কমিটির হাতে । এই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব । ফলে বালি উত্তোলনের জন্য যে কোনও বেসরকারি সংস্থাকে অনুমতি নিতে হবে সরাসরি মুখ্যসচিবের কাজ থেকে । মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন শুধু বালি নয়, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলতে হবে ।
আরও পড়ুন :ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা
আগে বালি খাদানের বরাতের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের হাতে । অথচ তাঁদের নজর এড়িয়ে যথেচ্ছভাবেই চলত পাচার । এবার তাঁদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল । খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।