কলকাতা, 8 ডিসেম্বর: তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে (Mamata Rahul react on Bipin Rawat's Chopper Crash) পড়ার ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি (Mamata Banerjee on Bipin Rawat's Chopper Crash) বললেন, "কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷" বায়ুসেনার চপার দুর্ঘটনার পর টুইটে সস্ত্রীক বিপিন রাওয়াত ও অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷
যখন খবরটা আসে তখন মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলছিল ৷ জানা যায় যে, তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে (Bipin Rawat's Chopper Crash) পড়েছে বায়ুসেনার এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash)৷ তাতে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 14 জন ৷ এরপরই প্রশাসনিক বৈঠক শেষ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷ ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"