পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata-Rahul react on Bipin Rawat's Chopper Crash: অত্যন্ত দুঃখজনক খবর, কপ্টার দুর্ঘটনার পর রাওয়াতের আরোগ্য কামনায় মমতা ও রাহুল - CDS Bipin Rawat

তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে (Mamata Rahul react on Bipin Rawat's Chopper Crash) পড়ার ঘটনার খবর পেয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Bipin Rawat's Chopper Crash) ও রাহুল গান্ধি ৷

Mamata Banerjee and Rahul gandhi react on Bipin Rawat's Chopper Crash incident
অত্যন্ত দুঃখজনক খবর, কপ্টার দুর্ঘটনার পর রাওয়াতের আরোগ্য কামনা মমতা-রাহুলের

By

Published : Dec 8, 2021, 4:07 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে (Mamata Rahul react on Bipin Rawat's Chopper Crash) পড়ার ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি (Mamata Banerjee on Bipin Rawat's Chopper Crash) বললেন, "কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷" বায়ুসেনার চপার দুর্ঘটনার পর টুইটে সস্ত্রীক বিপিন রাওয়াত ও অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷

যখন খবরটা আসে তখন মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলছিল ৷ জানা যায় যে, তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে (Bipin Rawat's Chopper Crash) পড়েছে বায়ুসেনার এমআই-17 হেলিকপ্টারটি (MI-17 Helicopter Crash)৷ তাতে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 14 জন ৷ এরপরই প্রশাসনিক বৈঠক শেষ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷ ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"

আরও পড়ুন:Army Helicopter Crash : বিপিন রাওয়াত-সহ 14 জন সওয়ারিকে নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার

বিপিন রাওয়াতের সুরক্ষিত থাকার আশাপ্রকাশ করে টুইট করেন রাহুল গান্ধিও ৷ তিনি লেখেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও চপারে থাকা অন্যান্যরা সুরক্ষিত আছেন বলে আশা করছি ৷ তাঁদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ৷"

ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এ দিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details