কলকাতা, 10 ফেব্রুয়ারি : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শিল্পপতি গৌতম আদানির ছেলে করণ আদানি (Mamata-Karan Adani Meeting at Nabanna) । গত ডিসেম্বরে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন । তারপর আজ মুখ্যমন্ত্রীর (Bengal CM Mamata Banerjee) সঙ্গে তাঁর ছেলে বৈঠক করলেন । তিনি আদানি পোর্টসে সিইও ৷ নবান্নের একটি সূত্রের খবর, তাজপুর বন্দরে বিনিয়োগ নিয়েই এই বৈঠক ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন উদ্বাস্তুদের পাট্টা প্রদান অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে চলে যান । এবং সেখানে গিয়েই আদানি পোর্টসের সিইও করণ আদানির সঙ্গে বৈঠকে বসেন তিনি । এখনও পর্যন্ত যা খবর, রাজ্যে তৈরি হতে চলা তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহী গৌতম আদানি (Goutam Adani)। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এই বন্দর তৈরির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে ৷ একাধিক দেশের প্রথমসারির শিল্প সংস্থা এই তাজপুর বন্দর তৈরির বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে নবান্ন সূত্রে খবর ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ছেলের বৈঠক সেই বিষয়কে কেন্দ্র করেই বলেই নবান্ন সূত্রে খবর । আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই টেন্ডার প্রক্রিয়া চলবে । সেক্ষেত্রে গৌতম আদানির মতো দেশের প্রথমসারির শিল্পপতির এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা রাজ্যের জন্য যথেষ্ট সুখবর বলা যেতে পারে ।