পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের - tweet

রবিবার ছিল বিদ্যাসাগরের 201তম জন্মজয়ন্তী ৷ এই উপলক্ষ্যে বর্ণপরিচয়ের লেখককে টুইট করে শ্রদ্ধার্ঘ্য জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অমিত শাহ-সহ অন্যরা ৷

mamata banerjee, amit shah tweet on vidyasagar birth anniversary
Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের

By

Published : Sep 26, 2021, 5:29 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর :বর্ণপরিচয়ের রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন বিশিষ্টরা ৷ রবিবার এই উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নেত্রীরা সেইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ এর পাশাপাশি, অনেকেই টুইটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিদ্যাসাগরকে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (M. Venkaiah Naidu), টুইটারে এই মহাপুরুষকে স্মরণ করেন তাঁরা ৷

আরও পড়ুন :Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, ‘‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য ৷ তিনি এমন একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি সুবিচার ও সাম্যের দাবিতে অক্লান্তভাবে লড়াই করে গিয়েছেন ৷ আমরা আজও তাঁর কাছে ঋণী ৷’’

আবির্ভাব দিবসে বিদ্যাসাগরকে স্মরণ করতে ভোলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতা শাহও (Amit Shah) ৷ একইসঙ্গে, বাংলা ও হিন্দিতে দু’টি টুইট করেছেন তিনি ৷ বিদ্যাসাগরকে ‘মহামানব’ বলে সম্বোধন করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন অমিত ৷ তিনি লিখেছেন, ‘‘বঙ্গ নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে, কুসংস্কারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন ৷ বর্ণবৈষম্য বিরোধী বিদ্যাসাগরের হাতেই বাংলা ভাষা হয়েছে সজীব প্রাণবন্ত ৷ এই মহামানবের জন্মবার্ষিকীতে জানাই প্রণাম ৷’’

লক্ষ্যণীয় বিষয় হল, অমিত শাহ রাজনৈতিকভাবে যে দলের প্রতিনিধিত্ব করেন, তারা সনাতনী হিন্দু ধর্মের কট্টর সমর্থক ৷ এমনকী, নানা সময়ে নানা কারণে গেরুয়াশিবিরের বিরুদ্ধে ধর্মীয় ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগও ওঠে ৷ বিদ্যাসাগর ছিলেন একেবারে এর উল্টো পথের দিশারি ৷ যদিও তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে ভোলেননি অমিত ৷ গত বছরও একই কাজ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, উনিশের লোকসভা ভোটের সময় বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে যোগ দিতে কলকাতায় আসেন অমিত শাহ ৷ সেই সময়েই বিদ্যাসাগর কলেজ চত্বরে থাকা বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ যার দায় সেই সময় অমিত শাহের ঘাড়েই চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এছাড়াও এদিন বিদ্যাসাগরের স্মৃতিতে টুইট করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ তিনি লেখেন, ‘‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাঁকেই স্মরণ করছি ৷ নারীর অধিকার কায়েম করতে শিক্ষাকে হাতিয়ার করেছিলেন তিনি ৷ বিধবা বিবাহকে সমর্থন করতেন তিনি ৷ ছিলেন বাল্যবিবাহের তীব্র বিরোধী ৷ নারীর উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷’’

আরও পড়ুন :Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

1820 সালের 26 সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্য়ায় ৷ পরবর্তীতে তিনিই পরিচিত হন বিদ্যাসাগর নামে ৷ চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটালেও নারীশিক্ষায় তাঁর অবদান প্রশ্নাতীত ৷ বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি ৷ ছিলেন আধুনিকতার পক্ষপাতী ৷ বাংলা বর্ণমালা তাঁরই সৃষ্টি ৷

ABOUT THE AUTHOR

...view details