কলকাতা, 29 অগস্ট:বিগত কয়েকদিন কলকাতার রাস্তায় বিরোধীদের কণ্ঠে বারবারই এই স্লোগান উঠেছে - 'চোর ধরো জেল ভরো'। কতিপয় তৃণমূল নেতা আবার মেজাজ ধরে রাখতে না পেরে এই নিয়ে অনেক রকম মন্তব্যও করেছেন । এই নিয়ে অবশ্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব রা কাড়েনি । সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation day) পালনের সভামঞ্চ থেকে এই নিয়ে সরব হলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Targets BJP)। কেষ্ট-ববি-অভিষেক চোর, মমতাও চোর আর আপনি সাধু ? বিজেপির বিরুদ্ধে এই প্রশ্ন ছুড়ে দিলেন মমতা (Mamata Banerjee)।
এ দিন এই সমাবেশে আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন তৃণমূল সুপ্রিমো । সেখান থেকেই তিনি বলেন, পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে । কিন্তু এ সব কী চলছে ? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর ? সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টানা ! আর বিজেপির সবাই সাধু ?
এ দিন তাঁর নামে মামলা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, "আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমার কত সম্পত্তি ! এখানে কেন, আমার সম্পত্তি নিয়ে আন্তর্জাতিক কোর্টে মামলা করা হোক ! আমরা ছয় ভাই-বোন ৷ মা যতদিন বেঁচে ছিলেন আমার কাছে থাকতেন । তবে প্রজাস্বত্বে পাওয়া জমিতে থাকি আমি এখনও । 70 বছর ধরে বাবা থাকতেন । ঠিকা শর্তে রানি রাসমনির জমিতে থাকি আমরা ৷ বাকি ভাইবোনেরা সব নিজেদের আলাদা আলাদা জায়গায় । সংসার আলাদা, আলাদা বাড়ি । বাকিদের সঙ্গে কেবল উৎসবের সম্পর্ক রয়েছে ।"