পশ্চিমবঙ্গ

west bengal

", "articleSection": "city", "articleBody": "রবিবার মদন গড়াইয়ের মৃত্যু প্রসঙ্গে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল ৷ একটি টুইটে লেখেন, "পুলিশি হেপাজতে মদন গড়াইয়ের মৃত্যু পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থার আরও একটি অমানবিকতার উদাহরণ ৷"কলকাতা, 18 অক্টোবর : পূর্ব মেদিনীপুরের পটাশপুরের BJP কর্মী মদন গড়াইয়ের মৃত্যুতে ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ এইসঙ্গে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ রাজ্যপালের মতে, মদন গড়াইয়ের মৃত্যু রাজ্য পুলিশের আরও একটি অমানবিকতার উদাহরণ ৷ রাজ্য প্রশাসন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্য়বহার করছে বলেও সরাসরি সমালোচনা করেন রাজ্যপাল ৷ রবিবার মদন গড়াইয়ের মৃত্যু প্রসঙ্গে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল ৷ একটি টুইটে লেখেন, "পুলিশি হেপাজতে মদন গড়াইয়ের মৃত্যু পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থার আরও একটি অমানবিকতার উদাহরণ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে অনুরোধ করব, সংবিধানকে মান্যতা দিন ৷ শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালিত হচ্ছে না ৷"একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন জগদীপ ধনখড় ৷ সেটিও টুইট করেছেন রাজ্যপাল ৷ যেখানে একইভাষায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন রাজ্যপাল ৷ গণতান্ত্রিক প্রশাসন নিশ্চিত করার অনুরোধ জানিয়ে চিঠিতে রাজ্যপাল লিখেছেন, "আপনার সাংবিধানিক শপথ পালনের সময় এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক ।" অন্য একটি টুইটে লেখেন, "রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভয় দেখানো কোনও কাজের কথা নয় ৷" Flagged @MamataOfficial floating inputs of unleashing dare-devilish intimidatory tactics to implicate opponents in false heinous cases to serve political ends.Ensure that State Security Advisor does not boss over statutory police reducing DGP @WBPolice to abject subordination.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 18, 2020 অপর একটি টুইটে জগদীপ ধনখড়ের অভিযোগ, "এটা ওপেন সিক্রেট, যে মমতা প্রশাসন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে প্রতি ক্ষেত্রে রাজনৈতিকভাবে ব্যবহার করছে ৷ " রাজ্যপালের হুঁশিয়ারি, "IAS ও IPS-দের অনুরোধ করছি, আপনারা নিরপেক্ষ অবস্থান নিন ৷ নচেত দায়িত্ব লঙ্ঘনে উপযুক্ত পরিণতি হবে আপনাদের ৷"গত সেপ্টেম্বর মাসে এক নাবালিকার অপহরণ সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে BJP কর্মী মদন গড়াইকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । রাজ্য BJP-র দাবি, হেপাজতে থাকাকালীন পুলিশি অত্যাচারের জেরেই মদন গড়াইয়ের মৃত্যু হয়েছে । CBI তদন্তেরও দাবি তুলেছে দলটি ৷", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/city/kolkata/mamata-banerjee-administration-is-politicised-police-governor-jagdeep-dhankhar/wb20201018165617010", "inLanguage": "bn", "datePublished": "2020-10-18T16:56:19+05:30", "dateModified": "2020-10-18T16:56:19+05:30", "dateCreated": "2020-10-18T16:56:19+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9221913-thumbnail-3x2-jai.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/city/kolkata/mamata-banerjee-administration-is-politicised-police-governor-jagdeep-dhankhar/wb20201018165617010", "name": "গণতান্ত্রিক প্রশাসন নিশ্চিত করুন, মমতাকে চিঠি ধনকড়ের", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9221913-thumbnail-3x2-jai.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9221913-thumbnail-3x2-jai.jpg", "width": 1200, "height": 675 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / city

গণতান্ত্রিক প্রশাসন নিশ্চিত করুন, মমতাকে চিঠি ধনকড়ের - রাজ্যপাল জগদীপ ধনখড়

রবিবার মদন গড়াইয়ের মৃত্যু প্রসঙ্গে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল ৷ একটি টুইটে লেখেন, "পুলিশি হেপাজতে মদন গড়াইয়ের মৃত্যু পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থার আরও একটি অমানবিকতার উদাহরণ ৷"

Jagdeep dhankhar
Jagdeep dhankhar

By

Published : Oct 18, 2020, 4:56 PM IST

কলকাতা, 18 অক্টোবর : পূর্ব মেদিনীপুরের পটাশপুরের BJP কর্মী মদন গড়াইয়ের মৃত্যুতে ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ এইসঙ্গে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ রাজ্যপালের মতে, মদন গড়াইয়ের মৃত্যু রাজ্য পুলিশের আরও একটি অমানবিকতার উদাহরণ ৷ রাজ্য প্রশাসন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্য়বহার করছে বলেও সরাসরি সমালোচনা করেন রাজ্যপাল ৷

রবিবার মদন গড়াইয়ের মৃত্যু প্রসঙ্গে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল ৷ একটি টুইটে লেখেন, "পুলিশি হেপাজতে মদন গড়াইয়ের মৃত্যু পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থার আরও একটি অমানবিকতার উদাহরণ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে অনুরোধ করব, সংবিধানকে মান্যতা দিন ৷ শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালিত হচ্ছে না ৷"

একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন জগদীপ ধনখড় ৷ সেটিও টুইট করেছেন রাজ্যপাল ৷ যেখানে একইভাষায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন রাজ্যপাল ৷ গণতান্ত্রিক প্রশাসন নিশ্চিত করার অনুরোধ জানিয়ে চিঠিতে রাজ্যপাল লিখেছেন, "আপনার সাংবিধানিক শপথ পালনের সময় এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক ।" অন্য একটি টুইটে লেখেন, "রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভয় দেখানো কোনও কাজের কথা নয় ৷"

অপর একটি টুইটে জগদীপ ধনখড়ের অভিযোগ, "এটা ওপেন সিক্রেট, যে মমতা প্রশাসন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে প্রতি ক্ষেত্রে রাজনৈতিকভাবে ব্যবহার করছে ৷ " রাজ্যপালের হুঁশিয়ারি, "IAS ও IPS-দের অনুরোধ করছি, আপনারা নিরপেক্ষ অবস্থান নিন ৷ নচেত দায়িত্ব লঙ্ঘনে উপযুক্ত পরিণতি হবে আপনাদের ৷"

গত সেপ্টেম্বর মাসে এক নাবালিকার অপহরণ সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে BJP কর্মী মদন গড়াইকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । রাজ্য BJP-র দাবি, হেপাজতে থাকাকালীন পুলিশি অত্যাচারের জেরেই মদন গড়াইয়ের মৃত্যু হয়েছে । CBI তদন্তেরও দাবি তুলেছে দলটি ৷

ABOUT THE AUTHOR

...view details