পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021: শেষবেলার প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে অভিষেক, দক্ষিণে মমতা - পৌরভোটের প্রচারে অভিষেক

পৌর নির্বাচনের (KMC Election 2021) শেষ পর্যায়ের প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee campaigns for KMC Election 2021) ও দক্ষিণে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee campaigns for KMC Election 2021)৷

KMC Election 2021: Mamata Banerjee Abhishek Banerjee to campaign today for tmc candidates
শেষবেলার প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে অভিষেক, দক্ষিণে মমতা

By

Published : Dec 16, 2021, 10:22 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর: পৌর নির্বাচনের (KMC Election 2021) প্রচার যতই শেষ ল্যাপের দিকে এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার । এতদিন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে দেখা গিয়েছিল রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের । কোথাও আবার আসরে নেমেছিলেন তারকা অভিনেতা অভিনেত্রীরাও । গতকাল উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee campaigns for KMC Election 2021)। আজ বৃহস্পতিবার একই দিনে প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee campaigns for KMC Election 2021)।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ উত্তর কলকাতার পোস্তা থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত মিছিল রয়েছে । দুপুর দুটোয় এই মিছিলে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সমস্ত ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ।

আরও পড়ুন:KMC Election 2021 : গণনাকেন্দ্র ও স্ট্রংরুমেও থাকবে সশস্ত্র পুলিশ : কমিশন

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুটি প্রচার সভা করবেন । একটি দক্ষিণ কলকাতার বাঘাযতীনের ভূতের মাঠে, অন্যটি বেহালা চৌরাস্তায় । প্রথম সভায় উপস্থিত থাকবেন টালিগঞ্জ যাদবপুর এলাকার তৃণমূল প্রার্থীরা । দ্বিতীয় সভায় থাকবেন বেহালা সংলগ্ন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা ।

আগামিকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি মিছিল করবেন । এই মিছিল শুরু হবে যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড থেকে এবং শেষ হবে হাজরা মোড়ে ।

আরও পড়ুন:Mamata on KMC Election 2021 : দুর্নীতি নিয়ে কড়া মমতা, আগামিদিনে অনলাইনেই সব পৌর পরিষেবা

প্রচার (KMC Election 2021 campaign) থেকে শুরু করে ভোটের লড়াই - সবেতেই বিরোধীদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতে চায় শাসক দল । আর তাই কোনও প্রতিদ্বন্দ্বীকেই হালকাভাবে নিতে রাজি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই কারণে পৌরভোটের শেষ পর্যায়ের প্রচারে এতটুকু ফাঁক রাখতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ।

আরও পড়ুন :KMC Election 2021 : 5 বছর কাজ করেছেন, এবার ফলের আশায় 13নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

ABOUT THE AUTHOR

...view details