পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 14, 2020, 9:17 PM IST

ETV Bharat / city

প্রথমবার হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা মমতার

এই প্রথমবার দীপাবলিতে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবাঙালি ভোটারদের মন জয় করতেই মমতার এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

mamata bandhopadhyay
হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা মমতার

কলকাতা, 14 নভেম্বর : এবারে দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে অবাঙালিদের মন জয় করতে হিন্দিতে শুভেচ্ছা জানিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


সামনেই রাজ্যে বিধানসভা ও পৌরসভার মতো দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন। বাঙালি মন জয় করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে BJP । দুর্গাপুজোতে অমিত শাহ ও নরেন্দ্র মোদি বাংলায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এমনকী পুজোর শুরু অর্থাৎ ষষ্ঠীতে বাংলাতে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী। বাঙালি আবেগ ধরে রাখতে কিছুদিন আগে রাজ্য সফরে এসে বাঙালি আদিবাসীদের বাড়িতে পাত পেড়ে খেয়ে গিয়েছেন অমিত শাহ।

হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা মমতার

এবারে দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে সুযোগমতো পাল্টা হিন্দিভাষী তথা অবাঙালি ভোটারদের হৃদয় জয় করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়েরও । বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। প্রসঙ্গত, কলকাতা সহ শহরতলিতে রয়েছে কয়েক লাখ অবাঙালি ভোটার। BJP-র কেন্দ্রীয় নেতারা যখন বাঙালি ভোটারদের মন জয় করার কৌশল নিচ্ছেন তেমনই অবাঙালি ভোটারদের নিজের দলের দিকে টানতে চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। মমতার এই হিন্দিতে দীপাবলির শুভেচ্ছাকে ভোট কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ABOUT THE AUTHOR

...view details