কলকাতা, 18 সেপ্টেম্বর:সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গঙ্গা ও পদ্মার ভাঙন। অথচ এই নিয়ে কেন্দ্রের তেমন উদ্যোগ নেই বলে দাবি রাজ্য প্রশাসনের । শুধু তাই নয় নবান্নের একাধিক শীর্ষকর্তা মনে করেন, এই প্রধান নদীর ভাঙনের ফলে একটা বড় অংশের মানুষের জীবন বিপর্যস্ত তখন কেন্দ্র কার্যত 'উদাসীন'। আর এতেই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (State govt unhappy over river erosion)।
ভাঙন নিয়ে গত 21 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি সেই চিঠির জবাব নবান্নে এসে পৌঁছেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র ভাঙন রোধে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে একরকম 'অস্বীকার' করেছে। শুধু তাই নয় চিঠি বক্তব্য থেকে স্পষ্ট, কেন্দ্র চায় একতরফাভাবে রাজ্য সরকার এই সামগ্রিক খরচ বহন করুক। কিন্তু রাজ্য প্রশাসনের অনেকেই মনে করেন ভাঙন রোধের বিপুল খরচ একা রাজ্যের পক্ষে বহন করা সম্ভব নয়। সে কারণেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই প্রশ্ন উঠছে মানুষের জীবন-জীবিকা যেখানে প্রশ্নের মুখে সেখানে কেন্দ্র উদ্যোগ নেবে না কেন ?