পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ, ঘোষণা মমতার - government officials

খুব তাড়াতাড়িই 33 হাজার 687টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার । SSC-র মাধ্যমে এই নিয়োগ করা হবে । আজ বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্য়োপাধ্যা- ফাইল ছবি

By

Published : Jul 10, 2019, 1:44 PM IST

Updated : Jul 10, 2019, 10:21 PM IST

কলকাতা, 10 জুলাই: সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে। খুব তাড়াতাড়িই 33 হাজার 687টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার । SSC-র মাধ্যমে এই নিয়োগ করা হবে । আজ বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ বিধানসভায় সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন," স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ করা হবে । A, B, C, D- চারটি গ্রুপেই দ্রুত নিয়োগ হবে ।" তিনি জানান, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীরা অবসর গ্রহণের ফলে শূন্যপদের সৃষ্টি হয়েছে । বর্তমানে 33 হাজার 687টি শূন্যপদ রয়েছে । সেই পদে অতিদ্রুত নিয়োগ হবে ।

আরও পড়ুন : নিজের প্রতি আস্থা রাখুন, জেলা নেতৃত্বকে বার্তা মমতার

এর মধ্যে 10 শতাংশ আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষিত । সংরক্ষিত পদ 15 হাজার 160টি । তপশিলি জাতির জন্য 7 হাজার 411টি ও তপশিলি উপজাতির জন্য 2 হাজার 21টি পদ রয়েছে । অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য 5 হাজার 728 টি পদ সংরক্ষিত । এদের মধ্যে 1,347টি পদ বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত ।

Last Updated : Jul 10, 2019, 10:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details