কলকাতা, 28 অগস্ট : পাখির চোখ 24-এর লোকসভা নির্বাচন ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের পর থেকে বারবার বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস (AITC) ৷ শনিবার সেই বিষয়টিই আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷
এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়ে বার্তা দেন মমতা ও অভিষেক ৷ তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মোদি সরকারকে উৎখাত করার লক্ষ্যে সফল হতে দেশের অন্যান্য অংশেও বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঘাসফুল শিবির ৷
আরও পড়ুন :Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার
সেই কারণে তাঁদের ভাষণে বারবার চলে এসেছে ত্রিপুরা, অসম, গুজরাতের প্রসঙ্গ ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ৷ সেখানে বিপ্লব দেবের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি বলেও তিনি অভিযোগ করেছেন ৷ পাশাপাশি এখন সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও তাঁর অভিযোগ ৷
অসমের পরিস্থিতিও একই বলে অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর দাবি, সেখানেও তাঁদের সাংসদদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উত্তরপ্রদেশের হাথরসেও একই ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ গুজরাতে বিজেপির সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলে তিনি দাবি করেছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করেছিল, অভিযোগ মমতার
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে ৷ তৃণমূলকে রোখা যাবে না বলে দাবি করেছেন ৷ ত্রিপুরা দিয়েই বিজেপির পতনের শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার তৈরি করে মানুষের প্রকৃত উন্নয়ন করবে বলে তিনি দাবি করেছেন ৷ তাই তিনি অমিত শাহকেই তৃণমূলকে রুখে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷