কলকাতা, 10 অক্টোবর : আগামী 17 অক্টোবর দেশ জুড়ে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন (Congress President Election) । আর সেই সভাপতি নির্বাচনের জন্য লড়াই এগিয়ে থাকতে দুই প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Sashi Tharoor) রাজ্যে আসছেন । আজ সোমবার এলেন খাড়গে ৷ বেলা 12টা 10 মিনিট নাগাদ বিধান ভবন পৌঁছালেন তিনি । তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury), কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ প্রদেশ কংগ্রেসের একাধিক জেলা ও শীর্ষ নেতৃত্ব ।
12টা 20 মিনিট নাগাদ কংগ্রেসের (Congress) রাজ্য সদর দফতর অতুল্য ঘোষ কক্ষে নির্বাচনী বৈঠক শুরু করেন মল্লিকার্জুন খাড়গে । এই বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য পেশ করবেন তিনি ।
একই ভাবে আরেক প্রতিদ্বন্দ্বী শশী থারুরকেও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি স্বাগত জানাবে । পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 12 অক্টোবর প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে দেখা মিলবে থারুরের । তিনিও একইভাবে সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন ।