কলকাতা, 25জুন: লকডাউনের শুরু থেকেই অনলাইনে পঠনপাঠন চলছে মৌলানা আবুল কালামআজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (MAKAUT)।যদিও একাধিক কারণে সেই অনলাইন ক্লাসে100শতাংশ পড়ুয়াঅংশগ্রহণ করতে পারছে না । যে পড়ুয়ারা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না তাঁদেরসুবিধা-অসুবিধা দেখতে এবার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য প্রযুক্তিবিশ্ববিদ্যালয় (MAKAUT)।যে কোনও সমস্যায়পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন, SMSবা হোয়াটসঅ্যাপকরে জানাতে পারবে ৷ দ্রুত সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে কর্তৃপক্ষ ।
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন এই প্ল্যাটফর্মের নাম'সমাধান'। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে90টি ইঞ্জিনিয়ারিং ও110টি প্রফেশনাল কলেজ রয়েছে । প্রতি বছরপ্রায়35হাজার পড়ুয়া পড়াশুনো করেন এই প্রতিষ্ঠানে । খোদ বিশ্ববিদ্যালয় ওবিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির সব পড়ুয়ার জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি করাহয়েছে । দেওয়া হয়েছে নির্দিষ্ট নম্বর । নম্বরটি হল8017669359।