কলকাতা, 7 এপ্রিল: কোরোনার জেরে তৈরি এই কঠিন পরিস্থিততে বিশ্ববিদ্যালয়ের আউটরিচ অ্যাক্টিভিটির অংশ হিসেবে একাধিকভাবে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । স্যানিটাইজার, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, এমনকী রান্না খাবারও বিলির কাজ করে চলেছেন তাঁরা । এবার সেই উদ্যোগে নতুন সংযোজন মাস্ক । কাপড়ের তৈরি ত্রি-স্তরীয় মাস্ক তৈরি করে প্রতিদিন বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে । MAKAUT-এর জয়েন্ট রেজিস্ট্রার অনুপ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম প্রতিদিন এলাকার মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে এই মাস্ক বিলি করতে ।
মাস্ক তৈরির বিষয়ে MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, "হরিণঘাটা ক্যাম্পাসে ত্রি-স্তরীয় মাস্ক তৈরির কাজ শুরু হয়েছে । নদিয়ার হরিণঘাটা এলাকার সাধারণ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করা হবে । পাশাপাশি এই মাস্ক বিলি করা হবে হাসপাতাল ও পুলিশ স্টেশনেও ।"
কীভাবে তৈরি করা হচ্ছে মাস্ক?