কলকাতা, 17 মে: কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বিদেশ বা অন্য রাজ্যে পড়াশোনা করেন এমন বহু পড়ুয়া রাজ্যে ফিরে এসেছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, হলেও তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার অনেকেই বাইরে থেকে ফিরে আসতে চান রাজ্যে। এই পরিস্থিতিতে বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরে আসা পড়ুয়ারা, যাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাঁদের বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) ।
বিদেশ বা অন্য রাজ্যের পড়ুয়াদের রাজ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে MAKAUT - রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র বলেন, "এই রাজ্যে বসবাসকারী যাঁরা বিদেশে বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতেন, তাঁরা যদি এই রাজ্যে ফিরে আসতে চায়, তাঁদের আমরা এখানে পড়ার সুযোগ-সুবিধা করে দেব।2020-2021 শিক্ষাবর্ষ থেকেই আমরা এটা চালু করে দেব।"
এই প্রসঙ্গে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র বলেন, "এই রাজ্যে বসবাসকারী যাঁরা বিদেশে বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করতেন, তাঁরা যদি এই রাজ্যে ফিরে আসতে চায়, তাঁদের আমরা এখানে পড়ার সুযোগ-সুবিধা করে দেব।2020-2021 শিক্ষাবর্ষ থেকেই আমরা এটা চালু করে দেব।" সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দেন উপাচার্য ও বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয় অধীনস্থ বেশ কয়েকটি কলেজ। সেই বৈঠকেই গৃহীত হয় সেই প্রস্তাব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, ইতিমধ্যেই বিদেশে পড়াশোনা করা বেশ কয়েকজন পড়ুয়া এই বিষয়ে কয়েকটি কলেজের সঙ্গে যোগাযোগ করেছে। বর্তমানে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 200 টি কলেজ রয়েছে।
তবে, এই বিশেষ সুযোগের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলে জানাচ্ছেন রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ি। তিনি জানান, আবেদনকারী পড়ুয়া কোন কোর্স করছেন, তার সিলেবাস কী এবং তাঁর ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা এই ধরনের বেশ কিছু আইনগত বিষয় দেখার পরেই তাঁকে এই সুযোগ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া, কোন কোর্স করতে চান এবং সেই কোর্সে আসনসংখ্যার উপরে ভিত্তি করে এই সুযোগ দেওয়া হবে বলে জানান রেজিস্ট্রার। তিনি বলেন, "বাইরের রাজ্য বা দেশ থেকে আমাদের রাজ্যের পড়ুয়ারা যদি ফিরে এসে এখানে পড়াশোনা করতে চায় আমরা তার সুযোগ দেব। তবে, তার জন্য কোর্স ম্যাপিং করে, সিলেবাস ম্যাপিং করে, ক্রেডিট ট্রান্সফার করে কিভাবে ঠিক করছে, সেইসব দেখে নিয়ে কেস-টু-কেস বেসিসে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ও আমাদের অধীনস্থ কলেজগুলোতে ভর্তি নেব। এখানে এসে তাঁরা তাঁদের কোর্স সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য কোর্স, সিলেবাসে কিছুটা হলেও মিল থাকতে হবে। ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা সেইসব বিষয়গুলিও দেখতে হবে।"
পার্থপ্রতিম লাহিড়ি জানান, আগ্রহী পড়ুয়ারা registrar.makaut@gmail.com -এ ই-মেল করে আবেদন করতে পারেন। আবেদনে তাঁরা কোন কোর্স করতে চান সেই সম্পর্কে তথ্য দিতে হবে। আবেদনগুলি বিবেচনা করার জন্য ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তাঁরা আবেদনগুলি বিবেচনা করবেন ও আইনগত দিকগুলি খতিয়ে দেখবেন। যে সকল পড়ুয়ার আবেদন নির্বাচিত হবে, তাঁরা তাঁদের সংশ্লিষ্ট কলেজে যে কোর্স করছিলেন তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম তৈরি করবেন বিশেষজ্ঞরা।