কলকাতা, 13 অক্টোবর:কুদঘাটে একটি প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড । হতাহতের খবর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি ।দমকলের 18 টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই গুদামটি এসকে মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থার (Major fire reported in South Kolkata )।
দমকল কর্মীদের অনুমান ওই এসকে মুভিজের গুদামে একাধিক দাহ্যপদার্থ মজুদ থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে। ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই বলে জানান তিনি। দমকল কর্মীরা কীভাবে আগুন নেভানোর কাজ করছেন সেটাও খতিয়ে দেখছেন তিনি। দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ।
Major Fire in Kolkata: কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন - area of south kokata
কুদঘাটে একটি প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড (Major fire reported in South Kolkata ) । হতাহতের খবর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি ।দমকলের 18 টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই গুদামটি এসকে মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থার ।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে হালকা থেকে মাঝারি
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর পাঁচটা নাগাদ গুদামে আগুন লেগেছে। দমকল দেরিতে এসেছে। তাই তারা আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন । আগুনের ফলে গুদামের উপর দিকের লোহার একটি শেড সেটি দুমড়ে মুছরে ভেঙে নিচে পড়ে যায়। তার জন্য দমকল কর্মীরা ভিতরে ঢুকতে পারছিলেন না। পরে গ্যাস কাটা দিয়ে সেই সেটটিকে অল্প করে কেটে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। একে একে ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং এস কে ধানুকার প্রতিনিধি অশোক ধানুকা। এলাকাটি ঘিঞ্জি হওয়ার আগুন দ্রুত ছড়াবার আশঙ্কা ছিল ।