পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 28, 2019, 6:35 AM IST

ETV Bharat / city

মার্চের মধ্যে চালু হবে মাঝেরহাট ব্রিজ, আশ্বাস মন্ত্রীর

মাঝেরহাট ব্রিজ চালু নিয়ে আশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ৷ 2020 সালের মার্চের মধ্যে ব্রিজ চালু হবে ৷ গতকাল ব্রিজ পরিদর্শনের পর একথা বলেন তিনি ৷

Majherhat Bridge
ফাইল ফোটো

কলকাতা, 28 ডিসেম্বর : 2020 সালের মার্চের মধ্যে চালু হয়ে যাবে নতুন মাঝেরহাট ব্রিজ । গতকাল ব্রিজের কাজ পরিদর্শন করে এই আশ্বাস দেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ।

2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ । যার জেরে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ । এরপর নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে রাজ্য সরকার । সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক বছরের মধ্যে নতুন সেতু চালু হয়ে যাবে । কিন্তু তা সম্ভব হয়নি ৷

নবান্ন সূত্রে খবর, "সুপার স্ট্রাকচার" থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রেলের অনুমোদন পাওয়া যাচ্ছিল না । সেই কারণে সম্ভব হয়নি নির্দিষ্ট সময়ের মধ্যে সেতু নির্মাণ । রেলের তরফ থেকেও পালটা অভিযোগ ছিল রাজ্যের বিরুদ্ধে । রাজ্য সরকারের তরফ থেকে নথি এবং জরুরি কাগজপত্র দেওয়া হয়নি সঠিক সময়ে । যেহেতু রেললাইনের উপর দিয়ে সেতু নির্মাণের কাজ চলছে সেই কারণে রেল বোর্ডের অনুমোদন ছাড়া কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না । সেই কারণে সেতু তৈরির কাজে দেরি হয়েছে বলে নবান্ন সূত্রের খবর ।

এই অবস্থায় নভেম্বরের শেষ দিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী ৷ রেলের জন্য ব্রিজের কাজ আটকে থাকার কথা জানিয়ে রেলমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি ৷

এরপর রেলের সঙ্গে যে সমস্যা মিটে গেছে, গতকাল মাঝেরহাট ব্রিজ পরিদর্শন করতে সেকথাই স্পষ্ট করলেন অরূপ বিশ্বাস ৷ তিনি বলেন, "নকশা অনুমোদন নিয়ে রেলের সঙ্গে আর কোনও সমস্যা নেই । দ্রুতগতিতে কাজ চলছে । আগামী মার্চের মধ্যে চালু হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ ।" ইঞ্জিনিয়ারদের সঙ্গে সেতু নির্মাণের অগ্রগতি নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতেও দেখা যায় তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details