কলকাতা, 10 সেপ্টেম্বর :পুলিশের ‘অতিসক্রিয়তা’য় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন হলেন শিক্ষক নেতা মইদুল ইসলাম (Maidul Islam) ৷ তাঁর অভিযোগ, বিকাশ ভবনের সামনে বিক্ষোভের সময় শিক্ষিকাদের বিষ খাওয়ার ঘটনায় তাঁকে অন্য়ায়ভাবে জড়ানোর চেষ্টা করছে রাজ্যের পুলিশ প্রশাসন ৷ বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) এবং আইনজীবী ফিরদৌস শামিম ৷ সব শুনে এনিয়ে মামলা রুজু করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা ৷
প্রসঙ্গত, শিক্ষক বদলির প্রতিবাদে গত 24 অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ৷ তাঁদের মধ্যে কয়েকজন শিক্ষিকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদেরই একজন ছিলেন পুতুল মণ্ডল ৷ তাঁর অবস্থা এখন সংকটজনক ৷ সেই ঘটনাতেই নাম জড়িয়েছে শিক্ষক নেতা মইদুলের ৷ পুলিশের বক্তব্য, গত 24 অগস্ট পুতুল-সহ অন্য শিক্ষিকাদের বিষ খাওয়ার জন্য মইদুলই প্ররোচনা দিয়েছিলেন ৷ তাই তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ৷