কলকাতা, 8 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির বৈঠকের পর থেকেই এই নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা ৷ মোদি ঘনিষ্ঠ আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগা তৃণমূলের সঙ্গে তাদের নতুন কোনও সমীকরণ তৈরি হল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ পরিবর্তিত পরিস্থিতিতে আদানিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra writes letter to SEBI against Adani) কি তবে তাঁর আগের টুইটগুলি মুছে ফেলবেন, এই প্রশ্ন তুলেছিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ৷ কৃষ্ণনগরের সাংসদ (Mahua Moitra writes letter to SEBI) দাবি করেছিলেন যে, তিনি কোনও টুইট মোছেননি ৷ এরই মধ্যে তিনি ফের সরব হলেন আদানিদের বিরুদ্ধে ৷ তারা তাদের বেআইনি মালিকানাকে বৈধ করতে চাইছে বলে অভিযোগ করে সেবিকে চিঠি লিখেছেন মহুয়া মৈত্র ৷
টুইটারে তাঁর লেখা সেই চিঠির প্রথম পাতাটি তুলে ধরেছেন তৃণমূল সাংসদ (Mahua Moitra against Adani) ৷ তিনি ক্যাপশনে (Mahua Moitra Tweet) লিখেছেন, "আদানি পাওয়ারের ডি-লিস্টিংয়ে অনিয়মের (irregularities in de-listing of Adani Power) কথা তুলে ধরে সেবি চেয়ারম্যানের কাছে আমার চিঠি ৷"
এক্সচেঞ্জ থেকে তাদের শেয়ার ডি-লিস্ট করা অর্থাৎ তালিকার বাইরে বের করে দেওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে প্রস্তাব দিয়েছিল আদানি পাওয়ার লিমিটেড ৷ এরপরই সেবির নজরে পড়ে তারা ৷ গোটা বিষয়টি পরীক্ষা-নীরিক্ষা করে দেখছে সেবি ৷ এই প্রসঙ্গ টেনেই সেবিকে চিঠি লিখে আদানিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মহুয়া ৷
আরও পড়ুন:Mahua Moitra Tweet Controversy : আদানিদের নিয়ে করা পুরনো টুইট মোছেননি, দাবি মহুয়ার