কলকাতা, 5 ডিসেম্বর :বরাবরই আদানি শিল্পগোষ্ঠীর অন্যতম বড় সমালোচক থেকেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Adani Group) ৷ অথচ, দিনকয়েক আগেই বাংলায় এসে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Mamata Banerjee meeting with Goutam Adani) ৷ শুধু তাই নয়, আগামী দিনে রাজ্যে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আদানিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) আমন্ত্রণও জানিয়েছেন ৷ খুব স্বাভাবিকভাবেই মোদি ঘনিষ্ঠ এই শিল্পপতির সঙ্গে তৃণমূলের সম্পর্কের উন্নতির পর বিরোধী দল সিপিএমের প্রশ্নের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra Tweet Controversy) ৷ সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম মহুয়ার পুরনো টুইট তুলে ধরে প্রশ্ন করেছেন, আদানিকে নিয়ে তাঁর পুরনো টুইটগুলি কি মুছে ফেলবেন মহুয়া (Mohammed Salim targets Mahua Moitra on Adani Issue) ?
আরও পড়ুন :Mahua Moitra on Goa Politics : গোয়ায় সমস্ত রাজনৈতিক দলেরই বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে, দাবি মহুয়ার
মহুয়া মৈত্রের পুরনো 10টি টুইট তুলে ধরে সেলিম লিখেছিলেন, ‘‘এই টুইটগুলি মুছে দেওয়া এখন সময়ের অপেক্ষা ৷’’ এবার দেখা যাক কী রয়েছে মহুয়ার সেই টুইটে ৷ 27 জুনের টুইটে মহুয়া লিখেছিলেন, ‘‘দু’সপ্তাহ কেটে গিয়েছে ৷ আমরা এখনও জানি না, আদানির কাছে কার টাকা রয়েছে ৷’’ 19 জুলাইয়ের টুইটে মহুয়া লিখেছিলেন, ‘‘মন্ত্রী সংসদে বলছেন, সেবি তদন্ত করছে ৷ আদানি বলছেন, সেবি-র কাছ থেকে কোনও নোটিশ পাননি ৷ মন্ত্রী বলছেন, ডিআরআই তদন্ত চলছে ৷ আদানি বলছেন, ডিআরআই কোনও অন্যায় খুঁজে পায়নি ৷ আমরা কাকে বিশ্বাস করব ?’’ এরপর 22 জুলাইয়ের টুইটে মহুয়া মৈত্র আদানির বিরুদ্ধে সরাসরি বেনামী সম্পত্তি ও প্রতারণার অভিযোগ তুলেছিলেন ৷ তাৎপর্যপূর্ণভাবে তথাকথিত মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত সেই আদানির সঙ্গেই বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন তৃণমূল নেত্রী ! এবার মহুয়া মৈত্র কি মুছে ফেলবেন আগের সেইসব টুইট, প্রশ্ন তুলছে বাম নেতৃত্ব ৷