কলকাতা, 19 সেপ্টেম্বর: রাজ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অ্যান্থেমে পরিণত হয়েছিল 'খেলা হবে' স্লোগান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আক্ষরিক অর্থেই নামতে দেখা গিয়েছে মাঠে-ময়দানে ৷ নারীর ক্ষমতায়নের বার্তা দিতে গত খেলা হবে দিবসে শাড়ি পরে ফুটবল খেলতে নেমেছেন মহিলারা ৷ সেদিনই ফুটবলার অবতারে দেখা গিয়েছিল মহুয়া মৈত্রকেও (Mahua Moitra)৷ শাড়ি পরেই ফুটবলে লাথি মেরেছিলেন তৃণমূল সাংসদ ৷ আবারও ফিরে এল তাঁর সেই 'লিওনেল মেসি' অবতার ৷ এ বার কৃষ্ণনগরে ৷ সাংসদ কাপ টুর্নামেন্টের ফাঁকে শাড়ি পরেই মাঠে নেমে ফের বাঙালির প্রিয় ফুটবলে মাতলেন মহুয়া মৈত্র (Mahua Moitra Plays Football)৷
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রেরই উদ্যোগে গত 13 সেপ্টেম্বর থেকে আটদলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হয় রবিবার । দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত কৃষ্ণনগর সাংসদ কাপ (Krishnanagar MP Cup Tournament 2022) জেতে দক্ষিণ বিধানসভা কেন্দ্র । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ মহুয়া মৈত্র । এই খেলারই ফাঁকে একবার নিজেও মাঠে নেমে পড়েন কৃষ্ণনগরের সাংসদ ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে বারপোস্টের সামনে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন মহুয়া মৈত্র ৷ আর একটি ছবিতে তো তিনি পুরো লিওনেল মেসি ! ডান হাতে শাড়ির কুঁচি ধরে সপাটে শট মারছেন ফুটবলে ৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, "কৃষ্ণনগর সাংসদ কাপ টুর্নামেন্ট 2022-এর ফাইনালের মজার মুহূর্ত ৷ আর হ্যাঁ, আমি শাড়ি পরেই খেলি ৷"