পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সচেতনতায় পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মহুয়া মৈত্রর

কয়েকদিন আগেই কৃষ্ণনগর সংসদীয় এলাকার গ্রাম পঞ্চায়েতগুলির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এবার আরও একবার কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা নিয়ে পঞ্চায়েতগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ ৷

image
মহুয়া মৈত্র

By

Published : Jun 15, 2020, 5:02 AM IST

কলকাতা, 15 জুন : কয়েকদিন আগেই উন্নয়ন খাতের টাকা খরচ করতে না পারা নিয়ে তাঁর নির্বাচনী এলাকার গ্রাম পঞ্চায়েতগুলির উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এবার কোরোনা সতর্কতা নিয়ে গ্রাম পঞ্চায়েতের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপর রুষ্ট হলেন সাংসদ ।

মহুয়া মৈত্রর সংসদীয় এলাকা কৃষ্ণনগর ৷ সেখানেই তেহট্ট ব্লকের বেতাই দু'নম্বর পঞ্চায়েতে একজন পরিযায়ী শ্রমিকের দেহে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । ভিন রাজ্য থেকে এসে কোয়ারানটিন সেন্টারে না গিয়ে নিজের বাড়িতে লুকিয়ে ছিলেন ওই পরিযায়ী শ্রমিক । বিষয়টি জনসমক্ষে আসতে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল এই সাংসদ ।

তিনি অভিযোগ করেন, এলাকার পঞ্চায়েত কর্মী থেকে স্থানীয় মানুষেরা গোটা বিষয়টি জানতেন । কিন্তু সতর্ক করেনি প্রশাসনকে । এমতাবস্থায় সকলের বাড়িতে পুলিশ মোতায়েন করা সম্ভব নয় । এলাকার মানুষ ও নেতাকর্মীদের দায়িত্বভার গ্রহণ করতে হবে । আরও সতর্ক হতে হবে পঞ্চায়েত স্তরের নেতা -কর্মীদের ।

প্রসঙ্গত, নিজের সংসদীয় এলাকার পঞ্চায়েতগুলি উন্নয়নের টাকা খরচ করছে না ৷ এমন অভিযোগ নিয়ে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র । তাঁর এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল দল । যদিও মহুয়ার বক্তব্যকে সমর্থন করে শাসকদলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা । এমনকী রাজ্যপাল জগদীপ ধনকড়ও মহুয়ার কথা তুলে ধরে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন । এবার ফের কোরোনা সর্তকতা নিয়ে দলীয় পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হলেন কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদ ।

ABOUT THE AUTHOR

...view details