পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mahakaran Metro Station : বিনয়-বাদল-দীনেশের বীরগাঁথায় সেজে উঠবে মহাকরণ মেট্রো স্টেশন - Mahakaran Metro Station stretch to have a heritage gallery

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত এই মহাকরণ স্টেশন । বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান-সহ ভারতের 200 বছরের স্বাধীনতা সংগ্রামের খণ্ডচিত্র দিয়ে সাজিয়ে তোলা হবে মহাকরণ স্টেশন চত্বর (Mahakaran Metro Station stretch to have a heritage gallery) ।

Mahakaran Metro Station News
বিনয়-বাদল-দীনেশের বীরগাঁথায় সেজে উঠবে মহাকরণ মেট্রো স্টেশন

By

Published : Jun 8, 2022, 11:02 PM IST

কলকাতা, 8 জুন : 1930 সালের ‘অপারেশন ফ্রিডম’ ফিরে দেখতে এবার নির্মীয়মান মহাকরণ মেট্রো স্টেশনে তৈরি হচ্ছে হেরিটেজ গ্যালারি । শুধু ‘অপারেশন ফ্রিডম’ এর স্মৃতিই নয়, বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান-সহ ভারতের 200 বছরের স্বাধীনতা সংগ্রামের খণ্ডচিত্র দিয়ে সাজিয়ে তোলা হবে মহাকরণ স্টেশন চত্বর । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত এই মহাকরণ স্টেশন । ডালহৌসি ও এসপ্ল্যানেড চত্ত্বর দিয়ে গিয়েছে এই অংশের মেট্রো । শহরের এই অংশটি অত্যন্ত ঐতিহ্যশালী । যেহেতু মহাকরণ স্টেশনটি রাইটার্স বিল্ডিংয়ের খুব কাছেই, তাই অপারেশন ফ্রিডম-এর পুরনো ছবি, চিঠি, কাগজপত্র, নথি ও কিছু দুষ্প্রাপ্য কয়েন ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে এখানে । এই ঘটনাটি ভারতের 200 বছরের স্বাধীনতা আন্দোলনকে একটি অন্য মোড় দিয়েছিল । সেই স্মৃতি মাথায় রেখেই সাজানো হচ্ছে গোটা স্টেশন চত্ত্বর (Mahakaran Metro Station stretch to have a heritage gallery)।

আরও পড়ুন : যাত্রী-স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এমজি রোড মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

স্টেশনটির গভীরতা প্রায় 24 মিটার । দৈর্ঘ্য প্রায় 206 মিটার এবং প্রস্থ 22 মিটার । 3টি তল নিয়ে তৈরি হচ্ছে স্টেশনটি । জানা গিয়েছে, হেরিটেজ গ্যালারিটি তৈরি করা হচ্ছে স্টেশনের দ্বিতীয় তলে । স্টেশনটির একদিকে রয়েছে রাইটার্স বিল্ডিং, অন্যদিকে সেন্ট অ্যান্ড্রুস চার্চ । স্টেশনে প্রথম তলায় থাকছে সাবওয়ে । দ্বিতীয়তলে থাকছে কনকর্স । এখানেই থাকছে টিকিট কাউন্টার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details