পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহরে এবার ম্যাজিক্যাল ট্রাম, গঙ্গাবক্ষে জাদুর খেলা ফেরিতেও

শহরের রাস্তায় ট্রামে হবে ম্যাজিক । গঙ্গাবক্ষে জাদুর খেলা হবে ফেরিতেও। নয়া উদ্য়োগ রাজ্য পরিবহণ দপ্তরের । 28 ফেব্রুয়ারি হবে এই ট্রামের উদ্বোধন । শনি ও রবিবার করে চলবে এই বিশেষ ট্রাম ও ফেরি ।

magic shows on trams and ferries in kolkata
শহরে এবার ম্যাজিক্যাল ট্রাম, গঙ্গাবক্ষে জাদুর খেলা ফেরিতেও

By

Published : Feb 23, 2021, 8:40 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি:পাটরানি, শিশু গ্রন্থাগার, ট্রাক ওয়ার্ল্ড, লাইব্রেরি ট্রামের পর এ বার শহর কলকাতা পেতে চলেছে একটি নতুন অভিজ্ঞতা । শুরু হতে চলেছে ম্যাজিক্যাল ট্রাম ও ফেরি । অবাক হচ্ছেন? ভাবছেন উধাও হয়ে যাবে একটা গোটা ট্রাম বা ফেরি । না, একেবারেই না । দেদার মজা, আনন্দ ও একের পর এক মন ভালো করে দেওয়া ম্যাজিক দেখানো হবে ট্রাম ও লঞ্চে ।

কলকাতা শহরের ঐতিহ্য ট্রামকে সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য পরিবহণ দপ্তর ট্রামকে বিভিন্ন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। তাই এ বার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েটস (FIMA) যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু হতে চলেছে আগামী 28 ফেব্রুয়ারি থেকে । এই উদ্যোগটির মাধ্যমে বেশ কিছু নবীন জাদুকরদের নিজেদের ম্যাজিকের খেলা দেখাবার প্লাটফর্ম করে দিচ্ছে WBTC ।

আগামী 28 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ট্রামটির উদ্বোধন । সে দিন ম্যাজিক দেখানোর পাশাপাশি ম্যাজিক নিয়ে থাকবে একটি প্রশিক্ষণশালাও । এরপর প্রতি সপ্তাহের শনি ও রবিবার বেলা 1টার সময় ছেড়ে দু'ঘণ্টা শহরের পথে ঘুরে বেড়াবে এই ম্যাজিক্যাল ট্রাম । টিকিটের দাম 80 টাকা । তবে 18 বছরের নীচে যারা তাদের জন্য লাগবে 40 টাকা ।

আরও পড়ুন: এক ক্লিকেই বুক করা যাবে বাস-ট্রাম-লঞ্চের সিট, উদ্যোগ ডব্লিউবিটিসি-র

অন্যদিকে, সম্প্রতি শুরু হয়েছে ইউরোপিয়ান সেটলমেন্টস বোর্ড রাইড । এ বার লঞ্চে করে শ্রীরামপুর ও চন্দননগর যাওয়ার পথে উপভোগ করতে পারেন ম্যাজিক শো । এই ম্যাজিক শো দেখানো হবে ট্রাম ওয়ার্ডেও, প্রতি শনি ও রবিবার বেলা 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ম্যাজিক শো ।

ডব্লিউবিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন যে, "ট্রামকে মানুষের মধ্যে আরও জনপ্রিয়তা করে তুলতে বিশেষ করে অল্পবয়সিরা যাতে আবার ট্রামমুখী হন, তাই এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে বহু নবীন জাদুকররা নিজেদের খেলা প্রদর্শন করার সুযোগ পাবেন ।"

ABOUT THE AUTHOR

...view details