কলকাতা, 23 ফেব্রুয়ারি:পাটরানি, শিশু গ্রন্থাগার, ট্রাক ওয়ার্ল্ড, লাইব্রেরি ট্রামের পর এ বার শহর কলকাতা পেতে চলেছে একটি নতুন অভিজ্ঞতা । শুরু হতে চলেছে ম্যাজিক্যাল ট্রাম ও ফেরি । অবাক হচ্ছেন? ভাবছেন উধাও হয়ে যাবে একটা গোটা ট্রাম বা ফেরি । না, একেবারেই না । দেদার মজা, আনন্দ ও একের পর এক মন ভালো করে দেওয়া ম্যাজিক দেখানো হবে ট্রাম ও লঞ্চে ।
কলকাতা শহরের ঐতিহ্য ট্রামকে সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য পরিবহণ দপ্তর ট্রামকে বিভিন্ন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। তাই এ বার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) ফেডারেশন অফ ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েটস (FIMA) যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু হতে চলেছে আগামী 28 ফেব্রুয়ারি থেকে । এই উদ্যোগটির মাধ্যমে বেশ কিছু নবীন জাদুকরদের নিজেদের ম্যাজিকের খেলা দেখাবার প্লাটফর্ম করে দিচ্ছে WBTC ।
আগামী 28 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ট্রামটির উদ্বোধন । সে দিন ম্যাজিক দেখানোর পাশাপাশি ম্যাজিক নিয়ে থাকবে একটি প্রশিক্ষণশালাও । এরপর প্রতি সপ্তাহের শনি ও রবিবার বেলা 1টার সময় ছেড়ে দু'ঘণ্টা শহরের পথে ঘুরে বেড়াবে এই ম্যাজিক্যাল ট্রাম । টিকিটের দাম 80 টাকা । তবে 18 বছরের নীচে যারা তাদের জন্য লাগবে 40 টাকা ।