কলকাতা, 25 জানুয়ারি : গত 12 জানুয়ারি থেকে সল্টলেকে চলছে মাদ্রাসা শিক্ষকদের লাগাতার অবস্থান। অবস্থান চলাকালীন শুরু হওয়া অনশনেরও আজ দশম দিন। দাবি আদায় তো দূরস্থান, এখনও আলোচনার ডাক আসেনি রাজ্য সরকারের তরফে। এরই মধ্যে একে একে একাধিক অনশনকারী শিক্ষক-শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে তিনজন হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁদের মধ্যে দুই শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় দেওয়া হচ্ছে অক্সিজেন।
হাইকোর্টের অনুমতিক্রমে শিক্ষকদের বেতন ও ছাত্র-ছাত্রীদের যাবতীয় সরকারি সুবিধার দাবিতে সল্টলেকে সিটি সেন্টারের অদূরে পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদিত আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকার লাগাতার অবস্থানের আজ 14 তম দিন, অনশনের দশম দিন। অনশন শুরুর পর থেকেই অসুস্থ হতে থাকেন অনশনকারী শিক্ষক-শিক্ষিকারা। একজন শিক্ষক এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁকে হাসপাতালে ভরতি করে কিছুটা সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সংগঠনের তরফে। তারপর 20 জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন মুর্শিদাবাদ জেলার দুই শিক্ষিকা সোনিয়া পারভিন ও জর্জিয়া জোহানা। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেদিন।
গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ওই দুই শিক্ষিকার। আরও একজন অনশনকারী শিক্ষক, হুগলির শেখ আশরাফুল অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বলে জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা। তাঁরা জানান, গতকাল ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটে ওই দুই শিক্ষিকার। শ্বাসকষ্ট, শরীরে খিঁচুনির মতো উপসর্গ দেখা যায়। এমনকী, কষ্টে ছটফট করতেও দেখা যায় জর্জিয়া জোহানা নামের ওই শিক্ষিকাকে। গতকাল থেকেই ওই দুই শিক্ষিকাকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।