কলকাতা, 2 সেপ্টম্বর: নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ (Teacher Agitation in Saltkale) ৷ শুক্রবার সল্টলেক বিকাশ ভবন থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তার পাশে বসে থালা বাজিয়ে অনশন বিক্ষোভ করেন তাঁরা। দুর্গাপুজোর আগে তাঁদেরকে নিয়োগ করা না-হলে বড়সড় আন্দোলেন হুঁশিয়ারি দিয়েছেন ৷
বিক্ষোভকারীদের দাবি, 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন তাঁরা ৷ 2016 সালে একটি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ৷ পরবর্তী কালে বেশ কিছু নিয়োগ করা হলেও বাকি প্রায় 200 জনকে এখনো নিয়োগ করা হয়নি। কেন তাঁদেরকে নিয়োগ করা হয়নি তা জানতে উত্তীর্ণ প্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷