পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Madhyamik-HS 2022 : মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক ও জয়েন্ট, প্রস্তাব সংসদ-পরিষদের - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও টেস্ট পরীক্ষা নেওয়া হবে কিনা তা পুরোপুরিভাবে নির্ভর করছে সংক্রমণ পরিস্থিতি ও স্কুলের সিদ্ধান্তের ওপরে। পর্ষদ ও সংসদ আগামী বছর খাতায়-কলমে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে।

Madhyamik HS 2022
মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক ও জয়েন্ট, প্রস্তাব পাঠালো সংসদ-পরিষদ

By

Published : Oct 27, 2021, 9:43 PM IST

কলকাতা, 27 অক্টোবর : করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মার্চে হবে মাধ্যমিক পরীক্ষা ও এপ্রিল মাসে হবে উচ্চ মাধ্যমিক । স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর এমনটাই । নিয়ম মেনেই হবে পরীক্ষা । পাশাপাশি এপ্রিল মাসের শেষের দিকে নেওয়া হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার স্কুলশিক্ষা দফতরকে এই প্রস্তাবই পাঠিয়েছে। ইতিমধ্যেই পর্ষদ ও সংসদের তরফে রুটিন পাঠানো হয়েছে নবান্নে। এখন অপেক্ষা নবান্নের সবুজ সংকেতের ৷ তারপরেই ঘোষণা করা হবে নির্ঘন্ট। তবে মার্চে মাধ্যমিক ও এপ্রিল মাসে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা আপাতত ঠিক করা হয়েছে ।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও টেস্ট পরীক্ষা নেওয়া হবে কিনা তা পুরোপুরিভাবে নির্ভর করছে সংক্রমণ পরিস্থিতি ও স্কুলের সিদ্ধান্তের ওপরে। পর্ষদ ও সংসদ আগামী বছর খাতায়-কলমে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে। দিল্লি বোর্ডের মত দফায় দফায় নয়, বরং একবারেই নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আরও পড়ুন : স্কুল খোলার প্রস্তুতি শুরু ; কেউ আনন্দিত, কোথাও সংশয়

দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বাতিল করা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চমাধ্যমিক-সহ বেশ কিছু পরীক্ষা। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে মার্কশিট দেওয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের।

ABOUT THE AUTHOR

...view details