পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অঙ্ক শেষে হাসি মুখ পরীক্ষার্থীদের - অঙ্ক পরীক্ষা

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন বেশ সহজই ছিল । পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে বলল পরীক্ষার্থীরা ।

Madhyamik
ছবি

By

Published : Feb 24, 2020, 11:33 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনে আজ বিজ্ঞান শাখার প্রথম পরীক্ষা ছিল । বিষয় গণিত । পরীক্ষা শেষের হাসিমুখগুলো কিন্তু আজ বলেই দিয়েছে পরীক্ষা কেমন হয়েছে । পরীক্ষাকেন্দ্র থেকে একমুখ হাসি নিয়ে বেরোতে দেখা গেল প্রায় প্রত‍্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকেই । প্রশ্ন অত্যন্ত সহজ হয়েছে, পরীক্ষাও ভালোই হয়েছে ৷ বলল তারা ।

তবে আজকের অঙ্ক পরীক্ষাকে নিয়ে কিন্তু বেশ চিন্তাতেই ছিলেন অভিভাবকরা । ছেলে-মেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে তা ভেবেই চড়ছিল তাঁদের চিন্তার পারদ । পরীক্ষা শেষ হওয়ার পর একে একে যখন পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, তখন তাঁদের মুখে কতটা হাসি রয়েছে সেটা দেখে, পরীক্ষা কেমন হয়েছে তা বিচার করার চেষ্টা করছিলেন উপস্থিত অভিভাবকরা । প্রায় প্রত‍্যেক পরীক্ষার্থীই একগাল হাসি নিয়ে বেরোল পরীক্ষাকেন্দ্র থেকে ।

অঙ্ক পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা

কেমন হল আজকের অঙ্ক পরীক্ষা?

উত্তরে এক পরীক্ষার্থী বলে, "খুব ভালো হয়েছে পরীক্ষাটা । প্রশ্নপত্র খুব সহজ ছিল । " অন্য এক পরীক্ষার্থী বলে, "অঙ্ক পরীক্ষা খুবই ভালো হয়েছে । একদম যেরকম সাজেশন করা ছিল ঠিক সেই রকম এসেছে । খুবই ভালো হয়েছে ।" শাখওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের বেশ কয়েকজন ছাত্রীর মুখেও একই কথা । বলে, "আজকে অঙ্ক প্রশ্ন খুব ভালো ও সহজ হয়েছে ।"

পরীক্ষা শেষে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, "আজ অঙ্ক পরীক্ষা রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে । পরীক্ষা চলাকালীন কোনও প্রশ্ন হোয়াটসঅ্যাপ মারফত বেরোয়নি ।" যদিও, অন্যান্য দিনের মতো আজও পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইল সহ ধরা পড়েছে বেশ কয়েকজন পরীক্ষার্থী । পর্ষদ থেকে জানানো হয়েছে, আজ রাজ্যের দু'টি জেলা থেকে মোট 4 জন পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়েছে । জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক (H.S) বিদ্যালয় থেকে এক পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়েছে । ওই পরীক্ষার্থী মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । বাকি তিনজন পরীক্ষার্থীর উত্তর দিনাজপুর থেকে ধরা পড়েছে । তাদের মধ্যে করণদিঘি হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে একজন ও বাকি 2 জন তিথপুকুর হাইস্কুল পরীক্ষাকেন্দ্র থেকে ধরা পড়েছে । মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, তিথপুকুর হাইস্কুল থেকে ধরা পড়া দু'জন পরীক্ষার্থী হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানোর চেষ্টার সঙ্গে জড়িত । অন্য জন একটি ফোন নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানোর চেষ্টা করছিল । সংশ্লিষ্ট মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details