পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Madhyamik 2023 timetable: সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি

2023 সালে 23 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023 timetable)৷ চলবে 4 মার্চ পর্যন্ত ৷ রইল সামনের বছরের মাধ্যমিক পরীক্ষা সূচি (Madhyamik 2023 will start on 23rd February)৷

madhyamik-2023-timetable-exam-will-start-on-23rd-february
সামনের বছর মাধ্যমিক শুরু কবে ? রইল সম্পূর্ণ সূচি

By

Published : Jun 3, 2022, 10:54 AM IST

কলকাতা, 3 জুন:সামনের বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023 timetable) শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে ৷ এ বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের পর এ কথা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷ তিনি আগামী বছরের পরীক্ষার সূচি প্রকাশ করেছেন ৷ সেখানেই জানানো হয়েছে 23 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 4 মার্চ (Madhyamik 2023 will start on 23rd February)৷

একনজরে দেখে নেব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি...

দিন তারিখ বিষয়
বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি, 2023 প্রথম ভাষা
শুক্রবার 24 ফেব্রুয়ারি, 2023 দ্বিতীয় ভাষা
শনিবার 25 ফেব্রুয়ারি, 2023 ভূগোল
সোমবার 27 ফেব্রুয়ারি, 2023 ইতিহাস
মঙ্গলবার 28 ফেব্রুয়ারি, 2023 জীবন বিজ্ঞান
বৃহস্পতিবার 2 মার্চ, 2023 অঙ্ক
শুক্রবার 3 মার্চ, 2023 ভৌত বিজ্ঞান
শনিবার 4 মার্চ, 2023 ঐচ্ছিক বিষয়

পরীক্ষা শুরু হবে পৌনে বারোটা থেকে ৷ প্রশ্নপত্র পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রথম 15 মিনিট সময় দেওয়া হবে ৷ পরীক্ষা শেষ হবে বিকেল 3টেয় ৷

আরও পড়ুন:Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষা কবে নেওয়া হবে সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ ৷

আরও পড়ুন:Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

ABOUT THE AUTHOR

...view details