কলকাতা, 2 নভেম্বর: নেহাত নির্বাচনী জয় নয়, উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কারকে এবার ‘গণবিপ্লব’ বলে ব্যাখ্যা করলেন মদন মিত্র ৷ শুধু বাংলা নয়, দেশের রাজনীতির ইতিহাসে তৃণমূলের পক্ষে মানুষের এই সমর্থন চিরস্মরণীয় হয়ে থেকে যাবে বলে মত তাঁর ৷
মঙ্গলবার উপনির্বাচনের ফলাফলে খড়দা, দিনহাটা, গোসাবা এবং শান্তিপুর—এই চারটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল ৷ তাদের প্রাপ্তভোটের ধারেকাছেও পৌঁছতে পারেনি বিরোধীরা ৷ তাতে সবুজ আবিরে চারিদিক ছেয়ে গেলেও, দলীয় নেতৃত্ব সকলকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন ৷
আরও পড়ুন:Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর
কিন্তু নিজের আবেগ আটকে রাখতে পারেননি মদন ৷ স্বভাবসিদ্ধ ঢংয়ে তাই প্রতিক্রিয়া তাঁর , ‘ওহ্ লাভলি’ ৷ সাধারণ মানুষকেই জয়ের কৃতিত্ব দিয়েছেন মদন ৷ তাঁর কথায়, ‘‘এ করে দেখালেন মানুষ ! বিশ্বাসই হচ্ছে না ৷ উপনির্বাচনে মানুষ যে হারে ভোট দিয়েছেন, আগে কখনও হয়নি ৷ রাজনীতির ইতিহাসে এই ভোট চিরস্মরণীয় হয়ে থাকবে ৷’’
বিধানসভা নির্বাচনে জেতা আসনও মঙ্গলবার হাতছাড়া হয়েছে বিজেপির ৷ পরাজয়ের জন্য যদিও তারা তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে ৷ তাদের দাবি, তৃণমূল ব্যাপক ছাপ্পাভোট করাতেই এমন ফলাফল ৷ কিন্তু এমন ফলাফলের পর বিজেপির আর বাংলায় থাকা চলে না বলে মত মদনের ৷ তাঁর কথায়, ‘‘মানুষ প্রত্যাখ্যান করেছেন ৷ লজ্জা থাকলে বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত বিজেপির ৷’’
আরও পড়ুন:Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এ রাজ্যে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় যে ভাবে রাতারাতি চলে গিয়েছিলেন, সেই প্রসঙ্গ টেনেও বিজেপিকে খোঁচা দেন মদন ৷ বলেন, ‘‘বিজেপির লোকজনের উচিত কৈলাসে চলে যাওয়া ৷’’
বাংলায় এমন ফলাফলের পর দিলীপ ঘোষের মতোই বিজেপির নবনিযুক্ত সভাপতি সুকান্ত মজুমদারের পরিণতি হবে বলেও মন্তব্য করেন মদন ৷ তিনি বলেন, ‘‘আগের বার ফলাফলের পর দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিল বিজেপি ৷ এবার সুকান্ত মজুমদারকেও সরিয়ে দেওয়া হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বিজেপির বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছেন মানুষ ৷’’ মদনের মতে, মানুষের এই রায় আসলে গণবিপ্লব ৷