কলকাতা, 18 ফেব্রুয়ারি : শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল নেতা মদন মিত্র । গোটা ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁর । এর জন্য বিজেপিকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।
নিমতিতা স্টেশনে গতকাল বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁকে দেখতে আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । ঘটনায় 'ষড়যন্ত্র'-এর অভিযোগ তোলেন মমতা । তাঁর সুরে সুর মিলিয়েই এবার সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মদন মিত্র । এসএসকেএমে আহত মন্ত্রীকে দেখে বেরিয়ে তিনি বলেন, "রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ হয়েছে । দুষ্কৃতীদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে । এত বড় ঘটনার পর ওদের দালাল কলকাতায় বসে বলছে যে, এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে । বিজেপি যদি মনে করে রাজ্যে এইভাবে খেলা হবে, তাহলে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাদের ।"