পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জাকির হোসেনের উপর হামলায় বিজেপির 'ষড়যন্ত্র' দেখছেন মদন মিত্র - Madan Mitra accused BJP for attack on Bengal minister Jakir Hossain

জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনায় বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র । তৃণমূল নেতার অভিযোগ, "বিজেপি বলছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব । ওরা এত কিছু জানে আর বোমা পাখার কথা জানে না"?

জাকির হোসেনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র
জাকির হোসেনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র

By

Published : Feb 18, 2021, 6:57 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল নেতা মদন মিত্র । গোটা ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁর । এর জন্য বিজেপিকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।

নিমতিতা স্টেশনে গতকাল বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁকে দেখতে আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । ঘটনায় 'ষড়যন্ত্র'-এর অভিযোগ তোলেন মমতা । তাঁর সুরে সুর মিলিয়েই এবার সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মদন মিত্র । এসএসকেএমে আহত মন্ত্রীকে দেখে বেরিয়ে তিনি বলেন, "রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ হয়েছে । দুষ্কৃতীদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে । এত বড় ঘটনার পর ওদের দালাল কলকাতায় বসে বলছে যে, এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে । বিজেপি যদি মনে করে রাজ্যে এইভাবে খেলা হবে, তাহলে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাদের ।"

আরও পড়ুন :জাকিরকে হত্যার পরিকল্পনা ছিল : মমতা

এই ঘটনায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, "অবশ্যই রাজ্যের দায়িত্ব । কিন্তু স্টেশনে প্রবেশের পর তা রেলের অধীনে হয় । আমরা কোথাও গেলে জিআরপি ও সিআরপিএফ আমাদের চারিদিক থেকে ঘিরে নেয় । যাতে কোনও দুর্ঘটনা না ঘটে । বিজেপিবলছে অন্তর্দ্বন্দ্ব । ওরা এত কথা জানে । আর বোমা রাখার কথা জনত না?"

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র

ABOUT THE AUTHOR

...view details