কলকাতা, 27 সেপ্টেম্বর :আইকোর চিট ফান্ড মামলায় (Icore Chit Fund Case) সিবিআই (Central Bureau of Investigation) গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) এসে হাজিরা দেন তিনি ৷ তবে মদনের সঙ্গে কথা বলা সম্ভব হলেও তাতে সিবিআই গোয়েন্দাদের খুব একটা লাভ হয়নি ৷ সূত্রের খবর, মদন মিত্রের ব্যাংকের নথিপত্র দেখতে চেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ কিন্তু, সেইসব নথি এদিন সঙ্গে করে আনেননি মদন ৷ ফলে আবারও তাঁকে সিবিআইের কার্যালয়ে আসতে হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন :Partha Chatterjee : নির্বাচনের কাজে ব্যস্ত, সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, ইতিমধ্যেই আইকোর চিট ফান্ড মামলায় রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মানস ভুঁইয়াকে (Manas Bhunia) তলব করা হয়েছে ৷ তাঁদের দু’জনকেই জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তারপরই মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্রকে নোটিস পাঠানো হয় ৷ তাতে বলা হয়, সোমবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে হবে মদন মিত্রকে ৷ সেই মোতাবেকই এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মদন ৷ তাঁর ছেলে স্বরূপকে মঙ্গলবার জেরা করবেন সিবিআই গোয়েন্দারা ৷
আরও পড়ুন :Saradha Scam : সারদা নিয়ে চিঠির জবাব দিয়েছেন অমিত শাহ, টুইট কুণালের
প্রসঙ্গত, চিটফান্ড মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা ও মন্ত্রীর নাম জড়িয়েছে ৷ সিবিআইয়ের পাশাপাশি তদন্তে ডাক পড়েছে ইডিরও (Enforcement Directorate) ৷ ইতিমধ্যেই সারদা, রোজভ্যালি কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ এর মধ্যেই সামনে এসেছে আইকোর কেলেঙ্কারি ৷ এবার তা নিয়েও হেভিওয়েটদের জেরা করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, আগামী দিনে তদন্তের স্বার্থে আরও অনেক প্রভাবশালীকেই তলব করা হতে পারে ৷