পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja Carnival: রেডরোডের কার্নিভালে ডাক না পেয়ে অভিমানী মদন

ভবানীপুর অগ্রদূত সংঘের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) নাম ৷ ওই পুজো এবার রেডরোডের কার্নিভালে (Durga Puja Carnival) জায়গা পায়নি ৷ আমন্ত্রণ পাননি মদনও ৷ চাই কার্নিভাল শুরুর আগে তাঁর গলায় অভিমানের সুর ৷

madan-mitra-hurt-at-not-being-invited-to-durga-puja-carnival
Durga Puja Carnival: রেডরোডের কার্নিভালে ডাক না পেয়ে অভিমানী মদন

By

Published : Oct 8, 2022, 3:46 PM IST

কলকাতা, 8 অক্টোবর : মেলেনি বিশ্ববাংলার সম্মান-স্বীকৃতি । আমন্ত্রণ পাননি রেড রোডের পুজো কার্নিভালেও (Durga Puja Carnival) । তাই অভিমানের সুর মদন মিত্রের (Madan Mitra) গলায় ।

95টি পুজো মণ্ডপ নিয়ে আজ রেড রোডে কার্নিভাল । উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ অন্যান্য অতিথিরা । কিন্তু কার্নিভালে ডাক পেল না ভবানীপুর অগ্রদূত সংঘ । যা মদন মিত্রের পুজো বলেই পরিচিত । কার্নিভালে জায়গা পায়নি মদন মিত্রের পুজো, তা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক ।

এদিন সংবাদমাধ্যমিকে মদন মিত্র বলেন, ‘‘নেমতন্ন না পেলে সবার খারাপ লাগে । কিন্তু আমাকেও তো বুঝতে হবে আমি নেমতন্ন পাওয়ার মতো জায়গায় রয়েছি কি না ! সেই যোগ্যতা আমার আছে কি না ! আমরা বিশ্ব বাংলায় নেই ।’’

এখানেই শেষ নয়, বাড়ি লাগোয়া প্যান্ডেল খোলা নিয়ে প্রশ্ন করা হলেও তার গলায় উঠে এসেছে অভিমানের সুর । তিনি বলেন, ‘‘আমার প্যান্ডেল খোলা নয়, প্যান্ডেল ভাঙা । আমরা প্রত্যেকবারেই 40টি করে পুরস্কার পেয়েছি । কিন্তু কখনোই আমরা কার্নিভ্যালের জন্য ডাক পাইনি । যে মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে আমাদের জায়গা হয়নি । আগে মূল্যায়নের জন্য পুরশ্রী, বিশ্ববাংলা আর পুলিশের সম্মান যারা পেয়েছে, তাদেরকেই কার্নিভালের জন্য ডাকা হয়েছে । এবছরেই আমরা পুরশ্রী সম্মান পাইনি । এই বছরেই পুরশ্রী বা বিশ্ববাংলার সম্মান পাইনি ।’’

এরপরই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি । বলেন, ‘‘কার্নিভালে টলিউডের সকলেই উপস্থিত থাকবেন । সেখানে আমার থাকা ঠিক হবে না । তাই হয়তো ডাকা হল না ।’’ তিনি জানান, কলকাতার কার্নিভালে ডাকা না হলেও তিনি টেমসের পাশে যে কার্নিভাল হচ্ছে সেখান থেকে ডাক পেয়েছেন । তবে যেহেতু কলকাততেই তিনি উপস্থিত থাকছেন না তিনি লন্ডনেও যাবেন না ।

প্রসঙ্গত, মদন মিত্রের অভিমান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখ খুলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) । তিনি বলেন, ‘‘মদন মিত্রের যা বলার ছিল দলের অন্দরেই বলতে পারতেন । বন্ধু-বান্ধবের ব্যাপার এভাবে প্রকাশ্যে না বললেই পারতেন ।’’ আর বিশ্ব বাংলা শারদ সম্মান না পাওয়ার প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘এই পুরস্কার বিচারের জন্য সরকারের একটা নির্দিষ্ট কমিটি আছে । তারাই ঠিক করেন কে যোগ্য কে নয় । এই নিয়ে ক্ষোভ অর্থহীন ।’’

অন্যদিকে বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য মদন মিত্রের এই অভিমান প্রসঙ্গে বলেন, ‘‘তিনি তো নিজেই একটি কার্নিভাল । যেখানে তিনি দাঁড়ান সেখান থেকেই কার্নিভাল শুরু হয় । তার মুখে এই ধরনের কথা শুনে তো অবাক লাগছেই ।’’

আরও পড়ুন :মাল নদীতে দুর্ঘটনার পর সতর্ক নবান্ন, কার্নিভাল নিয়ে প্রকাশিত হল নির্দেশিকা

ABOUT THE AUTHOR

...view details