কলকাতা, 8 অক্টোবর : মেলেনি বিশ্ববাংলার সম্মান-স্বীকৃতি । আমন্ত্রণ পাননি রেড রোডের পুজো কার্নিভালেও (Durga Puja Carnival) । তাই অভিমানের সুর মদন মিত্রের (Madan Mitra) গলায় ।
95টি পুজো মণ্ডপ নিয়ে আজ রেড রোডে কার্নিভাল । উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ অন্যান্য অতিথিরা । কিন্তু কার্নিভালে ডাক পেল না ভবানীপুর অগ্রদূত সংঘ । যা মদন মিত্রের পুজো বলেই পরিচিত । কার্নিভালে জায়গা পায়নি মদন মিত্রের পুজো, তা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক ।
এদিন সংবাদমাধ্যমিকে মদন মিত্র বলেন, ‘‘নেমতন্ন না পেলে সবার খারাপ লাগে । কিন্তু আমাকেও তো বুঝতে হবে আমি নেমতন্ন পাওয়ার মতো জায়গায় রয়েছি কি না ! সেই যোগ্যতা আমার আছে কি না ! আমরা বিশ্ব বাংলায় নেই ।’’
এখানেই শেষ নয়, বাড়ি লাগোয়া প্যান্ডেল খোলা নিয়ে প্রশ্ন করা হলেও তার গলায় উঠে এসেছে অভিমানের সুর । তিনি বলেন, ‘‘আমার প্যান্ডেল খোলা নয়, প্যান্ডেল ভাঙা । আমরা প্রত্যেকবারেই 40টি করে পুরস্কার পেয়েছি । কিন্তু কখনোই আমরা কার্নিভ্যালের জন্য ডাক পাইনি । যে মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে আমাদের জায়গা হয়নি । আগে মূল্যায়নের জন্য পুরশ্রী, বিশ্ববাংলা আর পুলিশের সম্মান যারা পেয়েছে, তাদেরকেই কার্নিভালের জন্য ডাকা হয়েছে । এবছরেই আমরা পুরশ্রী সম্মান পাইনি । এই বছরেই পুরশ্রী বা বিশ্ববাংলার সম্মান পাইনি ।’’