কলকাতা, 2 ডিসেম্বর : কর্মীদের সুরক্ষা ও তাঁদের সার্বিক উন্নতির জন্য একটি বিশেষ কমিটি গঠন করল পরিবহন দপ্তর ৷ আর সেই কমিটিতে প্রধান সদস্য় হিসেবে রাখা হল প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে ৷ আজ একটি বিজ্ঞপ্তি জারি করে পরিবহন দপ্তরের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এই কমিটির কাজ হবে, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাসহ স্বাস্থ্য়সাথী ও খাদ্য়সাথীর মতো প্রকল্পের সুবিধা পরিবহন কর্মীদের কাছে পৌঁছে দেওয়া ৷
ফের পরিবহন ক্ষেত্রে মদন মিত্র, দেওয়া হল বিশেষ কমিটির প্রধান সদস্য় পদ
পরিবহন কর্মীদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন ৷ তাঁদের সেই অধিকার পাইয়ে দিতে বিশেষ এই কমিটি তৈরি করে মদন মিত্রকে তার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও, এই কমিটিতে থাকবেন ট্রান্সপোর্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর, STA এর ডেপুটি সেক্রেটারি এবং অন্যান্য রেজ়িস্টার্ড পরিবহন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ৷
পরিবহন কর্মীদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন ৷ তাঁদের সেই অধিকার পাইয়ে দিতে বিশেষ এই কমিটি তৈরি করে মদন মিত্রকে তার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও, এই কমিটিতে থাকবেন ট্রান্সপোর্ট ডিরেক্টরেটের, ডেপুটি ডিরেক্টর, STA-এর ডেপুটি সেক্রেটারি এবং অন্যান্য রেজ়িস্টার্ড পরিবহন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ৷ পরিবহন ক্ষেত্রে বেশিরভাগ কর্মী ও সংস্থাগুলি অসংগঠিতভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে । মদন মিত্র যেহেতু এর আগে পরিবহন মন্ত্রী ছিলেন, তাই তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সরকার । পাশাপাশি, অসংগঠিত শ্রমিক ও কর্মীদের যাতে সরকারি সুযোগ-সুবিধাগুলির আওতায় আনা যায় তাই তাঁকে এই কমিটির প্রধান সদস্য হিসেবে রাখা হয়েছে ।
এছাড়াও কর্মীদের যে অভিযোগ ও ক্ষোভ রয়েছে সেগুলি সামাল দিতে অভিজ্ঞ কোনও ব্য়ক্তির খোঁজ করছিল পরিবহন দপ্তর ৷ সেইমতো প্রাক্তন পরিবহন মন্ত্রী এর জন্য় যথাযথ বলে মনে হয়েছে দপ্তরের ৷ তাই পরিবহন ক্ষেত্রে পরিচিত মুখ মদন মিত্রকে বেছে নেওয়া হয়েছে ।