পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Madan Mitra: তৃণমূলে ফিরতে যোগাযোগ করেছেন শুভেন্দু, দাবি মদনের - তৃণমূল বিধায়ক মদন মিত্র

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ রোজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগছেন বিজেপির (BJP) এই নেতা ৷ কিন্তু তিনি নাকি তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে দিয়েছেন ! মঙ্গলবার কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্রের (TMC MLA Madan Mitra) এই দাবি করেছেন ৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷

madan-mitra-claims-bjps-suvendu-adhikari-will-rejoin-tmc
Madan Mitra: তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করেছেন শুভেন্দু, দাবি মদনের

By

Published : Jul 12, 2022, 9:13 PM IST

কলকাতা, 12 জুলাই : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করেছেন । মঙ্গলবার এমনটাই দাবি করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra) । এদিন সোনাগাছির দুর্বার মহিলা সমন্বয় সমিতির খুঁটি পুজোতে গিয়ে মদন মিত্র বলেন, ‘‘শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করেছেন । তৃণমূল (Trinamool Congress) পা বাড়িয়ে দিয়েছেন । আমাদের পার্টি কী সিদ্ধান্ত নেবে, তা আমি জানি না । তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই ।"

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আক্রমণ করতে গিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজেকে মেদিনীপুরের নেতা বলে পরিচয় দেন বলেও দাবি মদনের । তিনি বলেন, "আপনাকে অভিনন্দন জানাই আপনি মেদিনীপুরের নেতা । আপনি বাংলার নেতা নন । আগামিদিনে আপনাকে বলতে হবে আমি মেদিনীপুরের নেতা নই, কাঁথির শান্তিকুঞ্জের ছেলে ।"

এদিন দুর্বার মহিলা সমন্বয় সমিতির 27 তম বর্ষপূর্তি ছিল । একই সঙ্গে তাদের দশম দুর্গোৎসবের সূচনা ছিল । খুঁটি পুজোর মাধ্যেমে আনুষ্ঠানিক দুর্গাপুজোর সূচনা হয় । সেখানে যৌনকর্মীরা ছাড়া স্থানীয় কাউন্সিলর, বড়তলা থানার পুলিশ অধিকারিকরাও উপস্থিত ছিলেন ।

তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করেছেন শুভেন্দু, দাবি মদনের

এবারের পুজোতে তাদের থিম ‘লালবাতির দুর্গাপুজো/এই মাটিতেই মা'কে পাবে/যদি মন দিয়ে খোঁজো’ । এবারের পুজোয় স্থানীয় কাউন্সিলর প্রতিমার খরচ দেবেন বলে জানিয়েছেন । বিধায়ক মদন মিত্র এদিন ছাতা বিতরণ করেন । কাউন্সিলর, বড়তলা থানার পুলিশ অধিকারিক যৌনকর্মীদের নিরাপত্তার আশ্বাস দেন । তবে, দুর্বার মহিলা সমন্বয় সমিতির অন্যতম নেত্রী মহাশ্বেতা দেবী জানান, এখনও পুলিশি হেনস্তা কমেনি । স্থানীয় থানার পুলিশ ও কাউন্সিলরের কাছে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে ।

আরও পড়ুন :Abhishek Banerjee: বাংলাভাগ নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details