কলকাতা, 4 মার্চ : কিংবদন্তি লেগস্পিনার চলে গেলেন না ফেরার দেশে ৷ সকালে রডনি মার্শ, সন্ধ্যায় শেন ওয়ার্ন ৷ প্রকৃত অর্থেই 'ব্ল্যাক ফ্রাইডে' আজ ক্রিকেটবিশ্বে । মাত্র বাহান্ন বছর বয়সে তাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে সব শেষ (Cricket Legend Shane Warne Passes Away), অবিশ্বাস্য ক্রিকেট বিশ্বের কাছে ৷
প্রাক্তন উইকেটরক্ষক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলছেন, "অবিশ্বাস্য খবর । শেন ওয়ার্ন নেই, খবরটাই তো বিশ্বাস হচ্ছে না । বোলার হিসেবে উইকেট পাওয়ার নিরিখে ওয়ার্নের ওপরে রয়েছেন মুরলীধরন ৷ কিন্তু বোলিং স্টাইল এবং ক্যারিশমার প্রভাবে শেন ওয়ার্ন অনেক এগিয়ে । ওর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল । তখন দেখেছিলাম কী ভাল খেলাটা বোঝে । ধ্রুপদি স্পিনারদের শেষ উত্তরসূরি চলে গেলেন । পাকিস্তানে এখন অস্ট্রেলিয়া খেলতে ব্যস্ত । জানি না ওরা কীভাবে এই ধাক্কা সামলাবে । সকালে রডনি মার্শ, আর সন্ধ্যায় ওয়ার্নের চলে যাওয়ার খবর পেলাম । সত্যি ক্রিকেটের কালো দিন ।"