পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভারত-দক্ষিণ আফ্রিকা পরের ২টি ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে : BCCI - CORONA VIRUS FEAR

তৃতীয় ম্যাচের জন্য নির্ধারিত রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। কিন্তু, দ্রুত ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস। লখনৌ ও কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে । জানিয়ে দিল BCCI।

BCCI
BCCI

By

Published : Mar 12, 2020, 11:37 PM IST

কলকাতা, ১২ মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক । লখনৌ ও কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে । জানিয়ে দিল BCCI।

ইতিমধ্যেই আজ ধরমশালায় প্রথম একদিনের ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে । আগামী ১৫ ম্যাচ দ্বিতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা লখনৌতে। এবং তৃতীয় ম্যাচের জন্য নির্ধারিত রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। কিন্তু, দ্রুত ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস। ইতিমধ্যেই কর্নাটকের কালবুর্গি জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে কোরোনা নিয়ে আতঙ্কিত না হতে দেশবাসীকে সোশাল মিডিয়ায় অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না ।

এই পরিস্থিতিতে আজ ক্রীড়া মন্ত্রকের তরফে বলা হয়, যদি একান্তই ম্যাচ স্থগিত রাখা সম্ভব না হওয়ায়, তাহলে যেন ফাঁকা স্টেডিয়ামে খেলার ব্যবস্থা করা হয়। এরপর যুব ও ক্রীড়া এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর BCCI ঘোষণা করে, ভারত-দক্ষিণ আফ্রিকা পরের দুটি ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে। এনিয়ে সরকারের সঙ্গে একযোগে তারা কাজ করছে বলে BCCI-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়।

এই নির্দেশিকার পর সন্ধেয় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের(UPCA) তরফে জানিয়ে দেওয়া হয়, লখনৌয়ের ম্যাচ ক্লোজ়ড ডোরে হবে। CAB-র তরফেও টিকিট বিক্রি স্থগিত রাখা হয়। এনিয়ে স্টেট সেক্রেটারিয়েটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদফা আলোচনা সারেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তারপরই টিকিট বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজারের বেশি। ভারতেও আক্রান্তের সংখ্যা ৭৪ । এই পরিস্থিতিতে গতকালই COVID-19-কে প্যানডেমিক ঘোষণা করেছে WHO।

ABOUT THE AUTHOR

...view details