কলকাতা, 25 অগস্ট: পার্সেলে মুড়ে কলকাতার ডাকঘরে এসে পৌঁছল মাদক (LSD in Parcel)৷ গোয়া থেকে সেই মাদক আনিয়ে কলকাতার (Kolkata Police) কোনও রেভ পার্টিতে তা সরবরাহ করার কথা ছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (STF)৷
ইটিভি ভারতকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার জানান, "একটি পার্সেলে মুড়ে ওই এলএসডি-টি এসেছে । কে বা কারা তা পাঠিয়েছে তা জানার চেষ্টা করছি আমরা । এই ধরনের মাদক রেভ পার্টিতে ব্যবহার করা হয় । তাছাড়াও বাইরের বাজারে এই মাদকের ভালো বাজারদর আছে ।"
রাজ্যে যখন সিবিআইয়ের বিচারপতিকে মাদক মামলা দিয়ে ফাঁসানোর হুমকি চিঠি দেওয়া হয়েছে, ঠিক তখনই খাস কলকাতা থেকে উদ্ধার হল মাদক । ট্যাংরায় স্থানীয় একটি পোস্ট অফিসে পার্সেলে মুড়ে এসেছে মাদক ৷ উদ্ধার হয়েছে এলএসডি (Lysergic Acid Diethylamide) মাদক । এই ঘটনায় ফয়েজ আলম নামে 21 বছরের এক যুবক এবং মহম্মদ জুনাইদ নামে 24 বছরের এক যুবককে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতরা তিলজলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের গতকাল ট্যাংরা সাব পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের থেকে উদ্ধার হয়েছে 0.54 গ্রাম তথা 30টি এলএসডি মাদক ।