কলকাতা, 6 জুলাই:আরও দামি হল রান্নার গ্যাস ৷ গৃহস্থের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারপিছু দাম বাড়ল 50 টাকা (LPG Price Hike)৷ আজ থেকেই এই দাম কার্যকরী হয়েছে ৷ এক ধাক্কায় এতটা মূল্যবৃদ্ধির ফলে আবারও মাথায় চিন্তার হাত পড়ল মধ্যবিত্তের (Gas cylinders price hike)৷
বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির কথা ঘোষণা করে অয়েল মার্কেটিং কোম্পানিস (Domestic Cooking gas cylinders costlier)৷ মূল্যবৃদ্ধির ফলে মেট্রো শহরগুলিতে কোথায় কত দাম হল তা দেখে নেব একনজরে,
শহর | নয়া দাম/সিলিন্ডার |
কলকাতা | ₹1,079 |
দিল্লি | ₹1053 |
মুম্বই | ₹1,052.50 |
চেন্নাই | ₹1068.50 |
গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় ছিল 1,029 টাকা, দিল্লিতে ছিল 1,003 টাকা, মুম্বইতে ছিল 1002.50 টাকা এবং চেন্নাইতে ছিল 1,058.50 টাকা ৷