কলকাতা, 16 মার্চ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানির মামলায় আপাতত কোনও পদক্ষেপ নিতে পারবে না নিম্ন আদালত ৷ আজ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Lower Court will not Takes Any Action in Defamation Case Against Shuvendu Adhikari ) ৷ শুভেন্দু তাঁর বিরুদ্ধে হওয়ার মানহানির মামলা খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টে গিয়েছেন ৷ সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শেষ না হওয়া পর্যন্ত, নিম্ন আদালত বিচারপ্রক্রিয়া শুরু করতে পারবে না ৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভাশিস দাশগুপ্ত ৷ 10 দিন পর ফের এই মামলার শুনানি হবে ৷
প্রসঙ্গত, বিধানসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী কয়লাপাচার, গরুপাচার সহ একাধিক ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার অভিযোগ করেছিলেন ৷ যার ভিত্তিতে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক ৷ আর বলেছিলেন, শুভেন্দু অভিযোগের প্রমাণ দেখাতে না পারলে মানহানির মামলা করবেন তিনি ৷ সেই মতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিষেক ৷ নিম্ন আদালতে সেই মামলার শুনানি চলছে ৷