লেকটাউন, 24 ফেব্রুয়ারি : চলছে মাধ্যমিক পরীক্ষা । তারই মাঝে দক্ষিণ দমদম পৌরসভার লেকটাউন দক্ষিণ দাঁড়িতে তৃণমূলের একটি বৈঠকে মাইক বাজানোর অভিযোগ উঠল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, "আমরা একটি ঘরের মধ্যে মিটিং করেছি ৷ বিরোধীরা তো অনেক কথা বলবে ৷ তাঁরা 34 বছর ধরে কিছু করেনি ৷ আর এখানে ঘরের মধ্যে মিটিং হচ্ছে ৷ বাইরে কোথাও মাইক লাগানো হয়নি ৷"
গতকাল রাতে লেকটাউন দক্ষিণ দাঁড়িতে খেলার মাঠের পাশে একটি কমিউনিটি হলে বস্তিবাসীদের জমির পাট্টা বিলি নিয়ে বৈঠক করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ছিলেন সুজিত বোস ৷ ছিলেন স্থানীয় কাউন্সিলর টিংকু ভার্মা ৷ সেখানেই মাইক ব্যবহার করা হয় । যার জেরে ওই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়েছে । স্বয়ং মন্ত্রীর বৈঠকে নিয়ম ভেঙে মাইক বাজিয়ে প্রচার চলায় সরব হয়েছে BJP-ও ।