পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনে কাজ হারিয়ে গড়ফায় আত্মহত্যা ব‍্যক্তির ! - লকডাউনে কাজ হারিয়ে গড়ফায় আত্মহত্যা ব‍্যক্তির!

সিলিং ফ্যান থেকে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় গৌতম সাহার দেহ ৷

Lost job in lockdown period person commits suicide
Lost job in lockdown period person commits suicide

By

Published : Nov 9, 2020, 10:48 PM IST

Updated : Nov 9, 2020, 10:53 PM IST

কলকাতা, 9 নভেম্বর: লকডাউনে কাজ হারিয়েছিলেন । নিজের বিধবা দিদির জন্য জোগাতে পারছিলেন না দু'বেলার খাবার । অভাবে তৈরি হয় মানসিক অবসাদ । সেই অবসাদের জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে পূর্বাচল মেন রোড এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিকাপুর মেন রোডে বিধবা দিদিকে নিয়ে থাকতেন গৌতম সাহা । বয়স 49 বছর । আজ গৌতমবাবুর দিদি হঠাৎই দেখতে পান সিলিং ফ্যান থেকে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ভাইয়ের নিথর দেহ । সঙ্গে সঙ্গে আত্মীয়-স্বজনদের খবর দেন তিনি । তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও । খবর দেওয়া হয় গড়ফা থানায় । পুলিশ এসে শাড়ির ফাঁস কেটে গৌতমবাবুকে উদ্ধার করে নিয়ে যায় SSKM হাসপাতালে । যদিও চিকিৎসকরা জানান তিনি মৃত ৷

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, লকডাউনের মাঝে কাজ হারিয়েছিলেন গৌতমবাবু । যার ফলে তীব্র আর্থিক অনটনে পড়েন । যা নিয়ে প্রবল দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন । আর সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে । তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

Last Updated : Nov 9, 2020, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details