কলকাতা, 8 মার্চ :"মুখ্যমন্ত্রীর উসকানিতে রাজ্যপালকে নিগ্রহ করেছে তৃণমূল কংগ্রেস", অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "রাজ্যপাল মানবেন কি না জানি না ৷ কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে । যারা বাইরে ভোট লুঠ করেছে, সেই গুন্ডা বিধায়করা হেনস্থা করেছে রাজ্যপালকে (LOP Suvendu Adhikari accuses CM over Assembly Session Disruption) ৷"
সোমবার সন্ধেয় সরাসরি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি বলেন, "রাজ্যপাল যখন নমস্কার করছিলেন তখন চন্দ্রিমা রাজ্যপালের হাত মুচড়ে দেন । একই সঙ্গে আমাদের মহিলা বিধায়ক তাপসী মণ্ডলকেও নিগ্রহ করা হয়েছে । রাজ্যপালের উচিত তৃণমূলের বিরুদ্ধে 'ক্রিমিনাল প্রসিডিং' করা, তবে তিনি কী করবেন, সে সিদ্ধান্ত তিনিই নেবেন ।" একইসঙ্গে শুভেন্দুর অভিযোগ, রাজ্যপাল মার্শালকে ডাকলেও তিনি আসেননি । বিধানসভার ভিতরে শৃঙ্খলারক্ষার দায়িত্ব মার্শালের । এ থেকে বোঝা যায় রাজ্যপালকে নিগ্রহ পরিকল্পিত ।
তিনি আরও বলেন, "সংবিধানের প্রধান শারীরিকভাবে নিগৃহীত, যা ভূ-ভারতে কখনও কোথাও হয়নি । এর নিন্দার কোনও ভাষা নেই । আমরা রাজ্যপালের কাছে সাংবিধানিক পদক্ষেপ দাবি করেছি । প্রয়োজনের 356-র থেকে আরও কঠিন কিছু থাকে, সেই ব্যবস্থা নিতে হবে । গোটা বিধানসভার চারদিকের দরজা বন্ধ করে আজ তৃণমূল ভিতরে পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে । আক্রমণের লক্ষ্য ছিলেন রাজ্যপাল আর বিজেপির মহিলা বিধায়করা ।"
আরও পড়ুন : Mamata-Dhankhar Meeting : রাজ্যপালকে ধন্যবাদ জানাতে রাজভবনে মমতা, অধিবেশনের উত্তাপ নিয়ে জারি চাপানউতোর
এদিনের বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রাজ্যপালের ভাষণের প্রতিলিপি আমাদের কাছে পৌঁছেছিল । সেই নথি দেখার পর আমরা বিধানসভায় ব্যাপক প্রতিবাদ করেছি । মাননীয় রাজ্যপালের প্রতি আমরা শ্রদ্ধাশীল । কিন্তু এই বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত । তিনি যে যে শব্দ–বাক্য চেয়েছেন, তাঁর মন্ত্রিসভা তাই করেছে । সেই মন্ত্রিসভা অনুমোদিত এই বক্তব্য রাজ্যপাল পড়তে চেয়েছিলেন । আমাদের গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সোচ্চার প্রতিবাদের জেরে টেবিল করতে বাধ্য হয়েছেন এক ঘণ্টা পরে ।"
বিরোধী দলনেতার দাবি, কলকাতা পৌরনিগম নির্বাচন থেকে 108টি পৌরসভার নির্বাচন পর্যন্ত প্রায় তিন মাসে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে 'তোলামূল পার্টি'র উদ্যোগে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভোট লুঠের পর্ব চলছে । খড়দার প্রয়াত চেয়ারম্যানের ভোট পড়েছে । ওদিকে বিধায়ক অগ্নিমিত্রা পাল ভোট দিতে পারেননি । তৃণমূলের অনেক নেতাও ভোট দিতে পারেননি ।
তিনি বলেন, ‘‘যেভাবে ভোট লুঠ হয়েছে, এই ভোট আমরা মানি না । যেভাবে ভোট লুঠ হয়েছে, তার প্রতিবাদ করেছে বিজেপি । রাজ্যপালের বক্তৃতার মধ্যে শিল্পের দিশা নেই। রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের বাস্তব পরিস্থিতির উল্লেখ নেই ।"
আরও পড়ুন : Dhankhar on Assembly Session Disruption : অনভিপ্রেত, গণতন্ত্রের পক্ষে শুভ নয়, বিধানসভা কাণ্ডে মন্তব্য রাজ্যপালের
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও এদিন বলেন, "বিজেপির বিধানসভায় বিক্ষোভ আদৌ নজিরবিহীন নয় । যে বিরোধীরা মানুষের কথা বলতে পারে না, মানুষের পাশে থাকার দায়িত্বের কথা বলতে পারেন না, তাঁরা বিধানসভার মধ্যে বিক্ষোভ না দেখিয়ে কী করবে ?"