কলকাতা, 14 জুলাই : পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধির জের ৷ সরকারিভাবে ভাড়া না বাড়লেও যে যার মত ভাড়া নিয়ে পরিষেবা দিচ্ছে বিভিন্ন দূরপাল্লার যাত্রী পরিবহণ সংস্থা । প্রতিটি রুটেই বাস ভাড়া বেড়েছে 50 থেকে 100 টাকা ৷ বেসরকারি বাসের পাশাপাশি অলিখিতভাবে বেশ কিছু সরকারি বাসেও ভাড়া বেড়েছে । কোনও রুটে 50 টাকা আবার কোনও রুটে একধাক্কায় 100 টাকা ভাড়া বেড়েছে ।
শুধু যে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িরগুলির ক্ষেত্রেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমনটা নয় । সাধারণ বাসের ক্ষেত্রেও বেড়েছে ভাড়া । তৃণমূল পরিচালিত অল প্রাইভেট স্টেট ক্যারিয়েজ লং-রুট বাস ওয়ার্কারস ইউনিয়নের সাহিল ওয়ার্সি বলেন , "যেভাবে প্রায় প্রতিদিন পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ছে, এর জেরে বাস মালিকরা আর বাস চালাতেই চাইছেন না । যাত্রীও নেই বললেই চলে । তাই উত্তর ও দক্ষিণবঙ্গের বহু রুটে মালিকরা টিকিটের দামের উপর বাড়তি টাকা নিয়ে বাস চালাচ্ছে ।"