কলকাতা, 1 অক্টোবর : বাবুল সুপ্রিয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য সময়ই চাননি ৷ লোকসভার সচিবালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যদিও অভিযোগ উঠেছে, বাবুল সুপ্রিয় সময় চেয়েও পাননি ৷ সেই অভিযোগকেই নস্যাৎ করে দিল লোকসভার সচিবালয়ের ওই সূত্র ৷
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ৷ তিনি 2014 ও 2019 সালে বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছেন ৷ সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷ ফলে হয় তাঁকে পদত্যাগ করতে হবে, অথবা তাঁর সাংসদ পদ দলবিরোধী আইন অনুযায়ী বাতিল হয়ে যাবে ৷
আরও পড়ুন :raiganj bjp mla resigned : বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী
তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছিল যে বাবুল সুপ্রিয় শীঘ্রই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন আর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন ৷ কিন্তু সেই ঘটনা এখনও ঘটেনি ৷ অভিযোগ, বাবুলকে দেখা করার জন্য এখনও সময় দেননি অধ্যক্ষ ৷