কলকাতা ,15ফেব্রুয়ারি : বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মেয়র, সাংসদ আসছে । অথচ, তিনি একজন সাংসদ হিসেবে একটি বাচ্চাকে দেখতে আসতে পারেন না । মা হিসাবে একটি বাচ্চাকে দেখে আসতে পারেন না । এখানেও তৃণমূল কংগ্রেসের সাংসদ ও BJP সাংসদ । আজ SSKM-এ এসে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । আজ SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে । হাসপাতাল থেকে ফেরার সময় তিনি এটা রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন ।
পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম শিশুদের দেখতে SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে আজ বেলা তিনটার পরে SSKM-এ আসেন লকেট চট্টোপাধ্যায় । তবে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের দরজায় আটকে দেন নিরাপত্তাকর্মীরা । সাংসদকে বলা হয়, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারের কেউ এসে না বললে, তাঁকে ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না । কেন তাঁকে ঢুকতে দেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন করেন লকেট । এরপর কিছু সময়ের জন্য ট্রমা কেয়ার সেন্টারের দরজার ওপারে তাঁকে বসতে দেওয়া হয় । ট্রমা কেয়ার সেন্টারের ভিতরে ঢুকতে হলে সাংসদকে MSVP-র অনুমতি নিয়ে আসতে বলেন নিরাপত্তাকর্মীরা । তখন বেরিয়ে যান তিনি । লকেট বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখা করতে দেবেন না এবং ডাক্তাররাও আমার সঙ্গে কথা বলবেন না ।" তিনি যখন এসেছিলেন হাসপাতালে তখন মেডিকেল বোর্ডের মিটিং হচ্ছিল বলে তাঁকে জানানো হয়। এই মিটিং শেষ না হওয়া পর্যন্ত কোনও ডাক্তার কথা বলবেন না বলেও তাঁকে জানানো হয়ে। লকেটকে এরপর MSVP-র সঙ্গে কথা বলার জন্য জানানো হয়।