কলকাতা, 1 অক্টোবর : সল্টলেকের ইজ়েডসিসিতে (EZCC) বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ এদিন বিজেপির হাইভোল্টেজ সংবর্ধনা সভা হয় ৷ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বঙ্গ বিজেপির সমস্ত শাখা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয় । বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত থাকলেও নেই লকেট চট্টোপাধ্যায় । বিজেপির তরফে হুইপ জারি করা হয়, এই অনুষ্ঠানে সবাইকে হাজির থাকার জন্য । সেখানে লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত ? তা হলে কী শেষ পর্যন্ত তৃণমূলেই যোগদান করছে লকেট ? বঙ্গবিজেপির অন্দর মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ।
বিজেপি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন লকেট ৷ ভবানীপুরের উপনির্বাচনে তাঁকে দেখা যায়নি । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লকেটকে উত্তরখণ্ডের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে । তাতেই রাজ্যের একাধিক কর্মসূচিতে অনুপস্থিত লকেট ।
সূত্রের দাবি, লকেট চট্টোপাধ্যায়ের বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের পর থেকেই । বাংলা থেকে 4 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও লকেট চট্টোপাধ্যায় জায়গা পাননি । এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর । কিছুদনের মধ্যেই জল্পনা তৈরি হয়, লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করছেন ।