কলকাতা, 11জুন : 12 বছরের কম বয়সী শিক্ষার্থীদের আপতত স্কুলে না পাঠানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হল । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে । 18জুন মামলার শুনানি ।
মামলার বয়ানে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন কোরোনা সংক্রমণ বাড়ছে । 12 বছরের কম বয়সী ছেলে-মেয়েদের অনেকেরই বিভিন্ন রকম টিকা নিতে হয় । তাদের প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল থাকে । ফলে তাদের দ্রুত সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই যতদিন না কোনও COVID-19 ভ্যাকসিন আবিষ্কার হয়, তাদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক সরকার ।
আবেদনে আরও জানানো হয়, দেশের ধর্মীয় স্থানগুলি আপাতত বন্ধ রাখা হোক । কারণ ধর্মস্থান দেশের অর্থনীতিতে সরাসরি কোনও প্রভাব ফেলে না । কিন্তু এখানে সংক্রমণের আশঙ্কা বেশি । তাই কেন্দ্র ও রাজ্যের কাছে দ্রুত ধর্মীয় স্থানগুলি বন্ধের আবেদন জানানো হচ্ছে । মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে তাঁর আর্জি জানান ।