কলকাতা, 26 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন । 21 দিনের জন্য দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, লকডাউন থাকলেও জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য কয়েকটি রুটে বাস চলাচল করবে ।
লকডাউনে কলকাতার কোন কোন রুটে চলবে বাস - কোরোনাভাইরাস খবর
লকডাউনের মধ্যেও চলবে কলকাতায় বাস ৷ হাওড়া, এসপ্ল্যানেড, আমতলা, নিউটাউন, বারাসত, ডানলপ, বালিগঞ্জ, জোকা প্রায় সব জায়গায় মিলবে সরকারি বাস পরিষেবা ৷ এক নজরে সেই তালিকা ৷
lockdown
এক নজরে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের যেসব রুটে বাস চলাচল করবে তার তালিকা :
- রুট নাম্বার AC24 ছাড়বে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে কামালগাজি পর্যন্ত । সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই পরিষেবা ৷ প্রতি এক ঘণ্টা অন্তর মিলবে বাস
- C37 রুটের বাস চলবে এসপ্ল্যানেড থেকে আমতলা পর্যন্ত । সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত । প্রতি এক ঘণ্টা অন্তর পাওয়া যাবে পরিষেবা
- S12 রুটের বাস চলবে হাওড়া স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত । সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা ৷ প্রতি এক ঘন্টা অন্তর পাওয়া যাবে বাস ৷
- S9A চলবে ডানলপ থেকে বালিগঞ্জ পর্যন্ত । সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত । বাস পাওয়া যাবে এক ঘণ্টা অন্তর ৷
- S5 হাওড়া স্টেশন থেকে গড়িয়া পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বাস ৷ এক ঘণ্টা অন্তর পাওয়া যাবে পরিষেবা ৷
- C8 রুটের বাস চলবে জোকা থেকে বারাসত পর্যন্ত, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ৷ প্রতি এক ঘণ্টা অন্তর মিলবে বাস পরিষেবা ৷ নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর ৷