পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Local Train Time Changes : লোকালের বিধি বদল, শেষ ট্রেন রাত 10টায় - লোকাল ট্রেনের বিধি বদল

24 ঘণ্টাতেই বিধি বদল ৷ সন্ধ্যে 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local train will run till 10 pm) ৷

Local Train Time Changes
লোকাল ট্রেনের বিধি বদল, কাল থেকে চলবে রাত 10টা পর্যন্ত

By

Published : Jan 3, 2022, 6:13 PM IST

Updated : Jan 3, 2022, 7:10 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ কাল নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সেই বিধিতে জানানো হয়েছিল সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন ৷ যদিও 24 ঘণ্টার মধ্যেই ফের সেই বিধি বদল ৷ জানানো হল, 7টা নয়, রাত 10টা পর্যন্ত মিলবে লোকাল ট্রেন (Local train will run till 10 pm) ৷

আজ থেকেই 7 টার পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে রাত দশটায় ৷ অন্যদিকে, সরকারের ঘোষণা মতোই লোকাল ট্রেন চলবে মাত্র 50 শতাংশ যাত্রী নিয়ে । যদিও সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দেখা গেল ঠিক বিপরীত ছবি ৷ কোনও রকম কোভিডবিধি ছাড়াই বাদুড়ঝোলা হয়ে ট্রেনে যাতায়াত করছেন যাত্রীরা ।

একইসঙ্গে বিভিন্ন স্টেশনে যাত্রীরা ট্রেনে উঠতে পারছেন না বলে চলল বিক্ষোভ । এই মুহূর্তে অবরোধ চলছে দাসনগর ও আমতা স্টেশনের মাঝে । হাওড়া ও শিয়ালদা স্টেশনে গাদাগাদি করে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা । সকাল থেকে বিভিন্ন জায়গার এই দৃশ্যের পরই তিন ঘণ্টা বাড়ানো হল শেষ ট্রেনের সময়সীমা ৷ যদিও 10টা পর্যন্ত ট্রেন চালানো হলেও যাত্রীসংখ্যা আদৌ 50 শতাংশে বেঁধে রাখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেল ৷

আরও পড়ুন : একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে নির্ধারিত দিনেই রাজ্যে পৌরভোট

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘প্রতিটি স্টেশনে বারেবারে মাইকিং করা হচ্ছে । আরপিএফ যাত্রীদের সচেতন করছেন । যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের ধরপাকড়ও করা হচ্ছে । তবে আসল সচেতনতা মানুষের হাতে। তাঁরা যদি সচেতন না হন এবং বিপদের কথা মাথায় না রাখেন, তাহলে আমরা তো তাঁদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিতে পারি না ।’’

Last Updated : Jan 3, 2022, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details